Home Loan: পূরণ হবে সাধের বাড়ির স্বপ্ন, অত্যন্ত সস্তায় হোম লোন দিচ্ছে দেশের এই ৮টি ব্যাঙ্ক; রইল সেই তালিকা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Home Loan: আজকাল বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান হোম লোন দিয়ে থাকে। কিন্তু তা পরিশোধ করতে যথেষ্ট বেগ পেতে হয়।
নিজের বাড়ি হোক, এমন স্বপ্ন কে না দেখেন! কিন্তু একটা বাড়ি করা কি মুখের কথা! কারণ এর জন্য প্রয়োজন হয় প্রচুর শ্রম এবং অর্থের। কিন্তু হোম লোন বা গৃহ ঋণ নিয়ে অনায়াসে নিজের স্বপ্নের ঘর গড়ে তোলা সম্ভব। আজকাল বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান হোম লোন দিয়ে থাকে। কিন্তু তা পরিশোধ করতে যথেষ্ট বেগ পেতে হয়।
advertisement
এদিকে অনেকেই হয়তো জানেন না যে, আমাদের দেশে এমন বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে, যারা অত্যন্ত সস্তায় হোম লোন দিয়ে থাকে। বলে রাখা ভাল যে, কম হারের সুদে হোম লোন দিচ্ছে সেই ব্যাঙ্কগুলি। আর হোম লোন নিতে গেলে প্রয়োজন হবে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্রের। আজকের প্রতিবেদনে সস্তায় লোন দেয়, এমন ৮টি ব্যাঙ্কের তালিকা দেখে নেওয়া যাক।
advertisement
সস্তায় লোন দিচ্ছে যে ব্যাঙ্কগুলি:১. এর মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বার্ষিক ৮.৩০ শতাংশ সুদের হারে গ্রাহকদের হোম লোন দিয়ে থাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২. ৫০ লক্ষ টাকা হোম লোনের উপর বার্ষিক ৮.৫০ শতাংশ সুদের হারে গ্রাহকদের হোম লোন বা গৃহ ঋণ দেয় ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
৩. এলআইসি হোম এক্সটেনশন লোনের ক্ষেত্রে সুদ শুরু হচ্ছে বার্ষিক ৮.৫০ শতাংশ হারে।
advertisement
৪. এই তালিকায় রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বার্ষিক ৮.৩৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে এই ব্যাঙ্কের হোম লোনের উপর।৫. ব্যাঙ্ক অফ বরোদায় ৩০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের উপর বার্ষিক সুদের হার ৮.৪০ শতাংশ থেকে ১০.৬৫ শতাংশ পর্যন্ত।
৬. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক ৮.৩৫ শতাংশ থেকে ১০.৯০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে।
advertisement






