৪০ বছর বয়সে Home Loan নিচ্ছেন? এই ৫ বিষয় অবশ্যই মাথায় রাখুন, পরামর্শ HDFC ব্যাঙ্কের
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Home Loan Calculator: যাঁরা হোম লোন নিয়ে বাড়ি কেনেন তাঁরা মোটামুটি ৪০ বছর বয়সের আগেই ঋণ নেন। যাতে ৬০ বছর বয়স অর্থাৎ অবসর না নেওয়া পর্যন্ত ইএমআই দিতে পারেন।
চাকরি পাওয়ার পর থিতু হতে একটু সময় লাগে। নিজেকে গুছিয়ে নিতে নিতেই কেটে যায় বেশ কয়েকটা বছর। এরপর লক্ষ্য ধরে এগোনোর পালা। বাড়ি, গাড়ি বা অন্য কিছু। যাঁরা হোম লোন নিয়ে বাড়ি কেনেন তাঁরা মোটামুটি ৪০ বছর বয়সের আগেই ঋণ নেন। যাতে ৬০ বছর বয়স অর্থাৎ অবসর না নেওয়া পর্যন্ত ইএমআই দিতে পারেন। ৪০ বছর বয়সে হোম লোন নিলে ৫টি জিনিস মাথায় রাখার পরামর্শ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক।
advertisement
সর্বোচ্চ সময়কাল: সাধারণত ব্যাঙ্ক ২০-৩০ বছর বয়সে হোম লোন নিলে পরিশোধের জন্য ৩০ বছর সময় দেয়। কিন্তু ৪০ বছর বয়সে হোম লোন নিলে মেয়াদ কমে যায়। ভাল ক্রেডিট স্কোর এবং নিরাপদ চাকরি হলে ব্যাঙ্ককে অবসর গ্রহণের পর পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য রাজি করানো যায়। মেয়াদ বেশি রাখার সুবিধা হল, ইএমআই দিতে কোনও অসুবিধা হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement









