Holidays in 2025: এখনই দেখে নিন আর অফিসে আবেদন করুন, দেখে নিন ২০২৫ সালের ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Holiday List For 2025: ২০২৫ সালে সরকারি ছুটির এক চতুর্থাংশই সাপ্তাহিক ছুটির দিনে পড়বে। এর মধ্যে ছয়টি ছুটি শনিবার বা রবিবারে পড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ছুটির তালিকা।
ছোটদের জন্য তো ছুটিরই মরশুম! বড়রাও একেবারে বঞ্চিত হবেন না, ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ, বুধবার তাঁরাও অনেকে ছুটি পাবেন। এর পরই ঘণ্টা বেজে উঠবে। একটা বছর চোখের নিমেষে মিলিয়ে যাওয়ার। আর তার সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুন ছুটির দিন গোনা। কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাবে নতুন বছর, সেই ২০২৫ সালের ছুটির দিকে চোখ না রাখলে হয়!
advertisement
ভারত তার ধর্ম, রাজ্য এবং সংস্কৃতির সমৃদ্ধ বৈচিত্র্যকে প্রতিফলিত করে বিস্তৃত উৎসব উদযাপন করে। ভারতের ছুটি কেন্দ্রীয় সরকারি ছুটি, রাজ্য সরকারি ছুটি, জাতীয় ছুটির দিন এবং ব্যাঙ্কের ছুটি সহ বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়। ২০২৫ সালে সরকারি ছুটির এক চতুর্থাংশই সাপ্তাহিক ছুটির দিনে পড়বে। এর মধ্যে ছয়টি ছুটি শনিবার বা রবিবারে পড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ছুটির তালিকা।
advertisement
২০২৫ সালের ছুটির তালিকা -
রবিবারে পড়েছে এমন প্রধান ছুটির মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), রাম নবমী (৬ এপ্রিল) এবং মহরম (৬ জুলাই)। শনিবার পড়েছে এমন প্রধান ছুটির মধ্যে রয়েছে বকরি ইদ (৭ জুন), রাখিবন্ধন (৯ অগাস্ট) এবং জন্মাষ্টমী (১৬ অগাস্ট) রয়েছে। এদিকে, ইদ-উল-ফিতর (৩১ মার্চ), ডক্টর ভীমরাও আম্বেদকর জয়ন্তী (১৪ এপ্রিল), বুদ্ধ পূর্ণিমা (১২ মে) এবং দীপাবলির (২০ অক্টোবর) মতো উল্লেখযোগ্য ছুটি সোমবারে পড়বে।
রবিবারে পড়েছে এমন প্রধান ছুটির মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), রাম নবমী (৬ এপ্রিল) এবং মহরম (৬ জুলাই)। শনিবার পড়েছে এমন প্রধান ছুটির মধ্যে রয়েছে বকরি ইদ (৭ জুন), রাখিবন্ধন (৯ অগাস্ট) এবং জন্মাষ্টমী (১৬ অগাস্ট) রয়েছে। এদিকে, ইদ-উল-ফিতর (৩১ মার্চ), ডক্টর ভীমরাও আম্বেদকর জয়ন্তী (১৪ এপ্রিল), বুদ্ধ পূর্ণিমা (১২ মে) এবং দীপাবলির (২০ অক্টোবর) মতো উল্লেখযোগ্য ছুটি সোমবারে পড়বে।
advertisement
advertisement
advertisement
২০২৫ সালের অন্যান্য উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে হজরত আলির জন্মদিন (১৪ জানুয়ারি), মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি), মহাবীর জয়ন্তী (১০ এপ্রিল), গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা (৫ নভেম্বর), এবং বড়দিন (২৫ ডিসেম্বর)। পরের বছর ৩১টি ছুটির মধ্যে, পাঁচটি শুক্রবার, চারটি শনিবার এবং চারটি রবিবারে পড়তে চলেছে।