Hilsha In Home: বাড়িতেই হবে ইলিশ! স্বাদের খাজানা, সঙ্গে সঙ্গে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করার মেগা চান্স
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Hilsha In Home: এবার বাড়ির পুকুরেই হবে ইলিশের চাষ! হাতে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! জানুন বিস্তারিত!
advertisement
advertisement
মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে চৌবাচ্চায় ইলিশ চাষ শুরু করেছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের মৎস্য চাষি পলাশ চন্দ্র দাস। তিনি তাঁর বাড়িতে চৌবাচ্চায় চাষ করছেন মনিপুরী ইলিশ। যা খেতে একদম ইলিশের মতোই। তবে এতে কাঁটার পরিমাণ একেবারেই কম। এই ইলিশ বেড়ে ওঠে মিষ্টি জলে। আপনিও বাড়িতে চাষ করুন এই মণিপুরী ইলিশ।
advertisement
advertisement
তবে পুকুর কিংবা চৌবাচ্চায় এই ইলিশ চাষ করলে প্যাটেল হুইল অ্যারোটল দিয়ে কৃত্রিম ঢেউ সৃষ্টি করে কোনার স্বাভাবিক চলাচলের গতি ঠিক রাখা হয়। পাশাপাশি এয়ার ব্লোয়ার দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এই মনিপুরী ইলিশের এক একটি ওজন ৫০০ থেকে গ্রাম পর্যন্ত হয়। যার বাজার দাম ১২০০ থেকে ১৫০০ টাকার কাছাকাছি।
advertisement









