Hilsa Fish Price : এমন সুযোগ কমই আসে! বাজারে সস্তায় মিলছে ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ, কিনতে বিরাট ভিড়

Last Updated:
Hilsa Fish Price : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় ৭০ মেট্রিক টন বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে
1/8
হাওড়া: সারাদিন মুষলধারে বৃষ্টির মধ্যেই শুক্রবার হাওড়া জেলাবাসীর মুখে চওড়া হাসি।
হাওড়া: সারাদিন মুষলধারে বৃষ্টির মধ্যেই শুক্রবার হাওড়া জেলাবাসীর মুখে চওড়া হাসি।
advertisement
2/8
 শুক্রবার হাওড়া জেলার মাছ বাজার এসে পৌঁছেছে পদ্মার রূপালী ফসল। এপার বাংলায় ইলিশ ধরা পড়লেও পদ্মার ইলিশের আকর্ষণ আলাদা।
শুক্রবার হাওড়া জেলার মাছ বাজার এসে পৌঁছেছে পদ্মার রূপালী ফসল। এপার বাংলায় ইলিশ ধরা পড়লেও পদ্মার ইলিশের আকর্ষণ আলাদা।
advertisement
3/8
 পুজোর আগেই বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এবার বাংলাদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ৭০ মেট্রিক টন ইলিশ।
পুজোর আগেই বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এবার বাংলাদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ৭০ মেট্রিক টন ইলিশ।
advertisement
4/8
এবার মরশুম শুরু থেকেই জেলার মানুষ অপেক্ষায় ছিল কবে পাতে পড়বে পদ্মার ইলিশ। ফলে খুশি সকলে।
এবার মরশুম শুরু থেকেই জেলার মানুষ অপেক্ষায় ছিল কবে পাতে পড়বে পদ্মার ইলিশ। ফলে খুশি সকলে।
advertisement
5/8
 দীর্ঘ অপেক্ষার অবসান পুজোর আগে মাছ পদ্মার ইলিশ বাজারে আসতেই খুশি ক্রেতা বিক্রেতা উভয়ে।
দীর্ঘ অপেক্ষার অবসান পুজোর আগে মাছ পদ্মার ইলিশ বাজারে আসতেই খুশি ক্রেতা বিক্রেতা উভয়ে।
advertisement
6/8
চোখ ধাঁধানো পদ্মার ইলিশ দাম মন্দ নয়। জানা যায়, কেজি সাইজের ইলিশ দাম প্রায় ১৬০০ টাকা প্রতি কেজি।
চোখ ধাঁধানো পদ্মার ইলিশ দাম মন্দ নয়। জানা যায়, কেজি সাইজের ইলিশ দাম প্রায় ১৬০০ টাকা প্রতি কেজি।
advertisement
7/8
 পদ্মার ইলিশ হাওড়ার বাজারে এসে পৌঁছেছে শুনে বহু ক্রেতা ব্যাগ হাতে বাজার মুখি।
পদ্মার ইলিশ হাওড়ার বাজারে এসে পৌঁছেছে শুনে বহু ক্রেতা ব্যাগ হাতে বাজার মুখি।
advertisement
8/8
বরাবরই বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি এপার বাংলার মানুষ আকর্ষণ। তবে দামে ছেঁকা খাচ্ছে মানুষ। রাকেশ মাইতি
বরাবরই বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি এপার বাংলার মানুষ আকর্ষণ। তবে দামে ছেঁকা খাচ্ছে মানুষ। রাকেশ মাইতি
advertisement
advertisement
advertisement