HDFC ব্যাঙ্কের গ্রাহক? নভেম্বরে এই ২ দিন বন্ধ থাকবে UPI পরিষেবা, কী করবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। তাতে নভেম্বর মাসের ২ দিন নির্দিষ্ট সময়ের জন্য ইউপিআই পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক? তাহলে সাবধান। চলতি মাসের ২ দিন নির্দিষ্ট সময়ের জন্য ইউপিআই কাজ করবে না। করা যাবে না কোনও দেনদেন। এইচডিএফসি-এর তরফে এমনটাই জানানো হয়েছে। এর কারণ হল, গ্রাহকদের আরও ভাল ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা দিতে এবং নির্ভরযোগ্যতা বাড়াতে রক্ষণাবেক্ষণের কাজ করবে ব্যাঙ্ক। তাই ওই সময় ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে।
advertisement
এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। তাতে নভেম্বর মাসের ২ দিন নির্দিষ্ট সময়ের জন্য ইউপিআই পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর রাত ১২টা থেকে রাত ২টো পর্যন্ত ইউপিআই কাজ করবে না। অর্থাৎ এই ২ ঘণ্টা কোনওরকম লেনদেন করতে পারবেন না গ্রাহক এবং ব্যবসায়ীরা। এর পাশাপাশি ২৩ নভেম্বর রাত ১২টা থেকে রাত ৩টে পর্যন্ত ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। এই সময় অর্থাৎ ৩ ঘণ্টা কোনওরকম লেনদেন করা যাবে না।
advertisement
এই ২ দিন কী কী পরিষেবা মিলবে না: ইউপিআই বন্ধ থাকার কারণে বেশ কিছু পরিষেবা পাবেন না গ্রাহকরা। এর মধ্যে কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার এবং রুপে কার্ড হোল্ডাররা কোনওরকম আর্থিক বা অ-আর্থিক ইউপিআই লেনদেন করতে পারবেন না। একই সঙ্গে বন্ধ থাকবে HDFC মোবাইলব্যাঙ্কিং, Gpay, WhatsApp Pay, Paytm, Shriram Finance, Mobikwik, এবং Kredit.Pe-এর মাধ্যমে ইউপিআই লেনদেনও।
advertisement
শুধু গ্রাহকরা নন, এইচডিএফসি ব্যাঙ্কের অধিগৃহীত ব্যবসায়ীরাও এই সময় ইউপিআই লেনদেন করতে পারবেন না। অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি আপডেট দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, “এইচডিএফসি ব্যাঙ্কের অধিগৃহীত সমস্ত ব্যবসায়ীরা এই সময় ইউপিআই লেনদেন করতে পারবেন না। আমরা পরিষেবা উন্নত করার কাজ করছি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”
advertisement
রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে, এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক এবং ব্যবসায়ীরা ফের ইউপিআই ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, ইউপিআই পরিষেবা আরও ভাল এবং উন্নত হবে বলেও আশা করছে ব্যাঙ্ক। তাৎক্ষণিক ব্যাঙ্কিং প্রয়োজনে এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের নির্ধারিত সময়ের আগে বা পরে লেনদেন করার পরামর্শ দিয়েছে। যাতে তাঁরা নির্বিঘ্নে অ্যাকাউন্টে ঢুকতে এবং পরিষেবা পেতে পারেন। প্রসঙ্গত, ইউপিআই হল স্মার্টফোনের মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা যা ইউজারদের ইউনিক ইউপিআই আইডি ব্যবহার করে টাকা পাঠাতে বা গ্রহণ করতে দেয়।