

বেশ কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বিগত ২ বছর ধরে এইচডিএফসি (HDFC Bank) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের (Credit Card) উপরে নতুন প্রতিবন্ধতা কায়েম করেছিল ৷ প্রতীকী ছবি ৷


এই প্রতিবন্ধকতার বন্ধে ব্যাঙ্কের (HDFC Bank) কার্যকারিতায় পার্থক্য এসেছিল যা চোখে পড়েছে ৷ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সব থেকে বড় করদাতা ব্যাঙ্ক মার্চে জানিয়েছিল ব্যাঙ্কের অগ্রিম ১৪ শতাংশ বেড়েছে একই সঙ্গে ব্যাঙ্কের জমার পরিমাণ ১৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷


মার্চের শেষে এইচডিএফসি (HDFC Bank) অগ্রিম ১১.৩২ শতাংশে পৌঁছেছে ৷ যা এক বছর আগে ৯.৯৪ শতাংশ ছিল ৷ খুচরো ঋণে বাৎসরিক ৭.৫ শতাংশ ও গৃহভিত্তিক হোলসেল ঋণ ২১ শতাংশ বেড়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন অর্থবর্ষ ২০২১-২২ চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের সিদ্ধান্তগুলি বেশ সুবিধা দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷


এই বিষয়টি মাথায় রেখেই ব্রোকারেজ ফর্মস এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ২৬ শতাংশ উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) শেয়ারে বেশি ওঠানামা হয়নি ৷ ব্যাঙ্কের শেয়ারে ১ জানুয়ারি ২০২১ এখনও পর্যন্ত ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


ব্রোকারেজ ফর্ম সিএলএসএ (CLSA) ও মোতিলাল অসওয়াল (Motilal Oswal) এই বছর শেয়ার ভাল ফল করবে এই বিষয়ে অত্যন্ত আশাবাদী ৷ সিএলএসএ ব্যাঙ্কের স্টক্সের টার্গেট প্রাইস ১,৮২৫ টাকা দিয়েছে ৷ যেখানে এর বর্তমান মূল্য ১,৪৪২ টাকা হয়েছে ৷ এই অবস্থায় ব্যাঙ্ক বিনিয়োগকারীদের ২৭ শতাংশ রিটার্ন দিতে পারে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷