বড়সড় রদবদল GST-তে! এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
Last Updated:
নতুন জিএসটি পর্যায়ে চালু হবে আগামী ১লা অক্টোবর থেকে।
অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কর্পোরেট কর কমানোর কয়েক ঘণ্টার মধ্যে আরও একটা বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে অর্থমন্ত্রীর একাধিক ঘোষণা স্বস্তি দেবে গ্রাহকদের। বৈঠকে ২০টি পণ্য ও ১২টি পরিষেবার উপরে কমানো হয়েছে জিএসটি। এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
advertisement
হোটেল ভাড়ায় জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এক রাতের ১০০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় লাগবে না কোনও জিএসটি। এক রাতে ১০০১ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত ভাড়ার হোটেল ঘরের ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হল ১২ শতাংশ। ৭৫০০ টাকার উপরে ভাড়ায় জিএসটি কমে হল ১৮ শতাংশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গাড়িশিল্পকে উজ্জীবিত করতে ১০-১৩ জন যাত্রিবহনকারী পেট্রোলচালিত বাণিজ্যিক যানের উপরে কর লাগে ২৮ শতাংশ। ওই ধরনের যানে সেস কমিয়ে করা হয়েছে মাত্র ১ শতাংশ
advertisement
১০-১৩ জন চাপতে পারে এমন ক্ষমতা সম্পন্ন ডিজেলচালিত যানবাহনের জন্য এই হারকে ৩% নামিয়ে আনা হয়েছে।
advertisement
ভারতে উত্পাদিত হয় না এমন নির্দিষ্ট প্রতিরক্ষা পণ্য আমদানিকে জিএসটি থেকে মকুব করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement