Winter Kitchen Gardening Tips: কাঁচালঙ্কা থেকে মটরশুটি, দেখে নিন কম খরচে টবে চাষের উপায়, স্বাদ আর স্বাস্থ্য দুইয়েরই জোয়ার আসবে পরিবারে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Winter Kitchen Gardening Tips: অনেকেই তাঁদের ছাদে বা বারান্দায় বাগান করতে পছন্দ করেন। অনেকে আবার বিশেষ করে শীতকালেই গাছ লাগাতে চান। কিন্তু কীভাবে এগোতে হবে, কীভাবে সব কিছু প্রস্তুত করতে হবে, তা জানেন না।
advertisement
অনেকেই তাঁদের ছাদে বা বারান্দায় বাগান করতে পছন্দ করেন। অনেকে আবার বিশেষ করে শীতকালেই গাছ লাগাতে চান। কিন্তু কীভাবে এগোতে হবে, কীভাবে সব কিছু প্রস্তুত করতে হবে, তা জানেন না।কেউ যদি বাড়িতে বাগান শুরু করতে চান এবং বিশেষ করে এই মরশুমে সবজি চাষ করতে চান, তাহলে এই খবরটি তাঁর জন্য। এখানে, আমরা বাড়িতে সহজেই জন্মায় এমন পাঁচটি সবজি সম্পর্কে বলব, যা শীতকালে সহজেই চাষ করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






