তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্র, কেন এই সিদ্ধান্ত? গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে?
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে এই ব্যাঙ্কগুলিতে ৯৫ শতাংশ বা তার বেশি অংশীদারিত্ব রয়েছে সরকারের। বাকিটা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
advertisement
বর্তমানে এই ব্যাঙ্কগুলিতে ৯৫ শতাংশ বা তার বেশি অংশীদারিত্ব রয়েছে সরকারের। বাকিটা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সেবি-এর ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং-এর নিয়ম অনুযায়ী, যে কোনও তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ২৫ শতাংশ শেয়ার জনসাধারণের মালিকানায় থাকা বাধ্যতামূলক। এই নিয়মের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার নিজেদের শেয়ার কমানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এতে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২টি সরকারি ব্যাঙ্কের মধ্যে ৭টি ব্যাঙ্ক সেবি-এর নিয়ম অনুযায়ী পদক্ষেপ করেছে। সেগুলি হল – এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও এই শর্ত পূরণ করেনি।
advertisement
বলে রাখা ভাল, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯৩.০৮ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। এছাড়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৭৯.৬০ শতাংশ, ইউকো ব্যাঙ্কে ৯৫.৩৯ শতাংশ, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ৯৮.২৫ শতাংশ এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৩৮ শতাংশ শেয়ার রয়েছে। এখন সেবি-এর নিয়ম নির্দিষ্ট সময়ের মধ্যে অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা করেছে কেন্দ্র।