PPF, NSC নিয়ে বড় খবর ! পরের মাস থেকে পড়তে পারে প্রভাব...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
তিনি জানিয়েছেন, মার্কেট রেটের উপর নির্ভর করে সুদের হার ঠিক করা হবে ৷
ফের কমতে পারে সেভিংসে সুদের হার ৷ এমনি ইঙ্গিত দিল অর্থ দফতরের সচিব অতনু চক্রবর্তী ৷ তিনি জানিয়েছেন, মার্কেট রেটের উপর নির্ভর করে সুদের হার ঠিক করা হবে ৷ এর জেরে সাধারণ মানুষের কাছে বেনিফিট আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে ৷ ব্যাঙ্ক সুদের হার কমালেও বর্তমান ত্রৈমাসিকে পিপিএফ, এনএসসি ও স্মল সেভিংস স্কিমে সুদের হার কমানো হয়নি সরকারের তরফে ৷
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, স্মল সেভিংস স্কিমে বেশি সুদের হারের জন্য তাদের জমা সুদের হার কমানো যাচ্ছে না ৷ ব্যাঙ্কের জমা সুদের হার ও সম্ল সেভিংস স্কিমে সুদের হারে প্রায় ১ শতাংশের ব্যবধান রয়েছে ৷ সরকার স্মল সেভিংস স্কিম যোজনার উপর নির্ভর না করলেও এই যোজনা শেষ করার কোনও পরিকল্পনা নেই সরকারের কারণ মানুষ এর ব্যবহার করে থাকে ৷