এই ব্যবসা শুরু করার জন্য ৪ লক্ষ টাকা দেবে মোদি সরকার, আয় করবেন বিপুল টাকা

Last Updated:
মাত্র ২ লক্ষ টাকা দিয়ে পাপড় তৈরির ব্যবসা শুরু করতে পারবেন ৷ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এর জন্য একটি প্রোজেক্ট রিপোর্ট তৈরি করেছে ৷
1/5
 কম টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷  মাত্র ২ লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ পাপড় তৈরির ব্যবসা মাত্র ২ লক্ষ টাকা দিয়ে শুরু করা যেতে পারে ৷ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এর জন্য একটি প্রোজেক্ট রিপোর্ট তৈরি করেছে ৷  মুদ্রা স্কিমে এই ব্যবসার জন্য ৪ লক্ষ টাকার লোন সস্তা রেটে পেয়ে যাবেন ৷
কম টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷ মাত্র ২ লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ পাপড় তৈরির ব্যবসা মাত্র ২ লক্ষ টাকা দিয়ে শুরু করা যেতে পারে ৷ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এর জন্য একটি প্রোজেক্ট রিপোর্ট তৈরি করেছে ৷ মুদ্রা স্কিমে এই ব্যবসার জন্য ৪ লক্ষ টাকার লোন সস্তা রেটে পেয়ে যাবেন ৷
advertisement
2/5
এই রিপোর্ট অনুযায়ী, ৬ লক্ষ টাকা মোট ইনভেস্ট করলে প্রায় ৩০ হাজার কিলোগ্রামের প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করা যেতে পারে ৷ এই ব্যবসা শুরু করার জন্য দরকার পড়বে ৬.০৫ লক্ষ টাকা ৷ এর মধ্যে ফিক্সড ক্যাপিটল ও ব্যাঙ্কিং ক্যাপিটল সামিল রয়েছে ৷
এই রিপোর্ট অনুযায়ী, ৬ লক্ষ টাকা মোট ইনভেস্ট করলে প্রায় ৩০ হাজার কিলোগ্রামের প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করা যেতে পারে ৷ এই ব্যবসা শুরু করার জন্য দরকার পড়বে ৬.০৫ লক্ষ টাকা ৷ এর মধ্যে ফিক্সড ক্যাপিটল ও ব্যাঙ্কিং ক্যাপিটল সামিল রয়েছে ৷
advertisement
3/5
ফিক্সড ক্যাপিটলে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন ইকিউপমেন্টের খরচ রয়েছে ৷ ব্যাঙ্কিং ক্যাপিটলে তিন মাসের বেতন, তিন মাসের র মেটিরিয়ল ও ইউটিলিটি প্রোডাক্টের খরচ সামিল রয়েছে ৷ এছাড়া ভাড়া, বিদ্যুতের বিল, জল, টেলিফোনের বিল এই সমস্ত খরচও রয়েছে ৷
ফিক্সড ক্যাপিটলে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন ইকিউপমেন্টের খরচ রয়েছে ৷ ব্যাঙ্কিং ক্যাপিটলে তিন মাসের বেতন, তিন মাসের র মেটিরিয়ল ও ইউটিলিটি প্রোডাক্টের খরচ সামিল রয়েছে ৷ এছাড়া ভাড়া, বিদ্যুতের বিল, জল, টেলিফোনের বিল এই সমস্ত খরচও রয়েছে ৷
advertisement
4/5
পাপড় তৈরির জন্য কমপক্ষে ২৫০ বর্গ ফুট জায়গা জরুরি ৷ নিজের জায়গা না থাকলে ভাড়াতে এই জায়গা নিতে হবে যার জন্য প্রায় ৫০০০ টাকা ভাড়া প্রতি মাসে দিতে হবে ৷ ম্যানপাওয়ারে তিনজন আনস্কিলড লেবর, ২ জন স্কিলড লেবর ও একজন সুপারভাইজার লাগবে ৷ এদের সকলের বেতন হিসেবে খরচ মোট ২৫০০০ টাকা হবে যা ওয়ার্কিং ক্যাপিটলের মধ্যে যুক্ত রয়েছে ৷
পাপড় তৈরির জন্য কমপক্ষে ২৫০ বর্গ ফুট জায়গা জরুরি ৷ নিজের জায়গা না থাকলে ভাড়াতে এই জায়গা নিতে হবে যার জন্য প্রায় ৫০০০ টাকা ভাড়া প্রতি মাসে দিতে হবে ৷ ম্যানপাওয়ারে তিনজন আনস্কিলড লেবর, ২ জন স্কিলড লেবর ও একজন সুপারভাইজার লাগবে ৷ এদের সকলের বেতন হিসেবে খরচ মোট ২৫০০০ টাকা হবে যা ওয়ার্কিং ক্যাপিটলের মধ্যে যুক্ত রয়েছে ৷
advertisement
5/5
৬ লক্ষ টাকার মধ্যে আপনাকে ২ লক্ষ টাকা দিতে হবে শুরুতে ৷ সরকারের মুদ্রা স্কিমে আপনি ৪ লক্ষ টাকার লোন পেয়ে যাবেন ৷ এর জন্য যে কোনও ব্যাঙ্কে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে ৷ কোনও প্রোসেসিং ফি বা গ্যারেন্টি ফি দিতে হবে না ৷ লোন মেটানোর জন্য ৫ বছরের সময় পাবেন ৷
৬ লক্ষ টাকার মধ্যে আপনাকে ২ লক্ষ টাকা দিতে হবে শুরুতে ৷ সরকারের মুদ্রা স্কিমে আপনি ৪ লক্ষ টাকার লোন পেয়ে যাবেন ৷ এর জন্য যে কোনও ব্যাঙ্কে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে ৷ কোনও প্রোসেসিং ফি বা গ্যারেন্টি ফি দিতে হবে না ৷ লোন মেটানোর জন্য ৫ বছরের সময় পাবেন ৷
advertisement
advertisement
advertisement