PPF, NSC ও সুকন্যা সমৃদ্ধি নিয়ে আজ হতে পারে বড় ঘোষণা !

Last Updated:
সূত্রের খবর অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার কমানো হতে পারে ৷
1/5
৩০ সেপ্টেম্বর অর্থাৎ আজ স্মল সেভিং স্কিমের সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে পারে অর্থ মন্ত্রক ৷ সূত্রের খবর অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার কমানো হতে পারে ৷
৩০ সেপ্টেম্বর অর্থাৎ আজ স্মল সেভিং স্কিমের সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে পারে অর্থ মন্ত্রক ৷ সূত্রের খবর অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার কমানো হতে পারে ৷
advertisement
2/5
কেন্দ্র সরকার ২০১৬ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে স্মল সেভিংস স্কিমের সমীক্ষা করে সুদের হার ঠিক করে থাকেন ৷ এর আগে সুদের হার বার্ষিক ভিত্তিতে বদল করা হত ৷
কেন্দ্র সরকার ২০১৬ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে স্মল সেভিংস স্কিমের সমীক্ষা করে সুদের হার ঠিক করে থাকেন ৷ এর আগে সুদের হার বার্ষিক ভিত্তিতে বদল করা হত ৷
advertisement
3/5
পিপিএফ এর সুদের হার - এপ্রিল-জুন ২০২০ ত্রৈমাসিকে সরকার পিপিএফ-এ সুদের হার ০.৮ শতাংশ কমিয়ে ৭.১ শতাংশ করে দিয়েছে ৷ জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ সুদ মিলছিল ৷ বর্তমান ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-অগাস্ট- সেপ্টেম্বরে সুদের দর কমে হয়েছে ৭.১ শতাংশ ৷
পিপিএফ এর সুদের হার - এপ্রিল-জুন ২০২০ ত্রৈমাসিকে সরকার পিপিএফ-এ সুদের হার ০.৮ শতাংশ কমিয়ে ৭.১ শতাংশ করে দিয়েছে ৷ জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ সুদ মিলছিল ৷ বর্তমান ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-অগাস্ট- সেপ্টেম্বরে সুদের দর কমে হয়েছে ৭.১ শতাংশ ৷
advertisement
4/5
এর পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৭.৪০ শতাংশ সুদ মিলছে ৷ মান্থলি ইনকাম স্কিমে (MIS) ৬.৬ শতাংশ সুদের হার মিলছে ৷ NSC ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৬.৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ KVP-কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হিসেবে সুদ মিলছে ৷ সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার ৭.৬ শতাংশ হয়ে গিয়েছে ৷
এর পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৭.৪০ শতাংশ সুদ মিলছে ৷ মান্থলি ইনকাম স্কিমে (MIS) ৬.৬ শতাংশ সুদের হার মিলছে ৷ NSC ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৬.৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ KVP-কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হিসেবে সুদ মিলছে ৷ সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার ৭.৬ শতাংশ হয়ে গিয়েছে ৷
advertisement
5/5
পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকার সুদের হার বদলাতে থাকে ৷ কিন্তু টাইম ডিপোজিট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় যোজনা, এনএসসি ও কেভিপি-তে যে সুদের হারে ইনভেস্ট করবেন ম্যাচিউর হওয়া পর্যন্ত সেই সুদের হার পাবেন ৷
পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকার সুদের হার বদলাতে থাকে ৷ কিন্তু টাইম ডিপোজিট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় যোজনা, এনএসসি ও কেভিপি-তে যে সুদের হারে ইনভেস্ট করবেন ম্যাচিউর হওয়া পর্যন্ত সেই সুদের হার পাবেন ৷
advertisement
advertisement
advertisement