চাকরিজীবীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ কেননা ৭ লক্ষ টাকা পাওয়ার বিরাট সুযোগ ৷ ইপিএফওর পক্ষ থেকে চাকরিজীবীদের বেশ কয়েকটি সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
2/ 14
যদি সংশ্লিষ্ট ব্যক্তি ইপিএফওর সদস্য (EPFO Subscribers) হন তাহলে এই বড় ফায়দা আপনিও পেতে পারেন ৷ এম্প্লইজ প্রভিডেন্ট ফান্ড সংগঠন ৷ (EPFO) খুব তাড়াতাড়ি ই-নমিনেশনের পথে হাঁটতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 14
যদি আপনিও ই-নমিনেশন না করেন সেক্ষেত্রে ৭ লক্ষ টাকার লোকসান হতে পারে ৷ এরজন্য একটি আবেদনপত্র পূরণ করতে হবে ৷ এরপরেই এর সুবিধা নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 14
যাঁদের প্রবিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট আছে তাঁরা পিএফ ও পেনশনের বড় সুবিধা নিতে পারেন যেমন তেমনই তাঁদের জন্য জীবন বিমার সুবিধাও রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 14
এর অন্তর্গত কর্মীরা ৭ লক্ষ টাকার বড় সুবিধা পেতে পারেন তাও একদম বিনামূল্যে ৷ এর জন্য একটি টাকার বিনিয়োগের প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
6/ 14
EPFO-এর পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ৷ EPF-এর সমস্ত সাবস্ক্রাইবার এম্প্লইজ ডিপোজিট লিঙ্কট ইনসিওরেন্স স্কিম, ১৯৭৬ (EDLI) অন্তর্গত কভার করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
7/ 14
EDLI-এর অন্তর্গত ইপিএফ অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকার বিনামূল্যের বিমা কভার করা হয় ৷ কোনও নমিনেশন ছাড়া যদি ইপিএফের সদস্যর মৃত্যু হয় সেক্ষেত্রে ক্লেম করতে বিশেষ ভাবে অসুবিধা হয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 14
জেনে নেওয়া যাক অনলাইনে কীভাবে ই-নমিনেশন করা সম্ভব ৷ ইপিএফের সকল সদস্য এম্প্লইজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিম, ১৯৭৬ (EDLI)-এর অন্তর্গত EPF অ্যাকাউন্টে পুরো ৭ লক্ষ টাকা সুবিধা ও বিনামূল্যে বিমার সুবিধা দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 14
কীভাবে করতে পারেন ই-নমিনেশন ৷ সর্বপ্রথমে EPFO-এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.epfindia.gov.in/ যেতে হবে ৷ সর্বপ্রথমে ‘Services’ অপশনে ক্লিক ৷ প্রতীকী ছবি ৷
10/ 14
এরপরে ‘For Employees’ অপশনে ক্লিক করতে হবে ৷ এবার UAN/অনলাইন সার্ভিস (এসিএস/ওটিসিপি)-তে ক্লিক করতে হবে ৷ এর পরে UAN ও পাসওয়াড দিয়ে লগইন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 14
এরপরে বিস্তারিত বিবরণ চাওয়া হবে Yes অপশনে গিয়ে ক্লিক করতে হবে ৷ এর পরে পরিবারের প্রধানের বিস্তারিত বিবরণ দিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 14
কোন নমিনির ভাগ কত টাকা আসবে সেটিও ঘোষণার জন্য নমিনেশন ডিটেলসে ক্লিক করতে হবে ৷ বিস্তারিত বিবরণ দেওয়ার পরে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 14
ইপিএফ নমিনেশনে ক্লিক করতে হবে ৷ ওটিপি জেনারেট করতে গেলে ই-সাইনে ক্লিক করতে হবে ৷ ওটিপি আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে পাঠানো হবে ৷ প্রতীকী ছবি ৷
14/ 14
ওটিপিকে নির্ধারিত জায়গায় দিয়ে সাবমিট বোতামে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷