বুধবার আরবিআই সমস্ত ব্যাঙ্কগুলিকে তাদের রিটেল ও MSME লোন ও রেপো রেট এর মতো এক্সটার্নাল বেঞ্চ মার্কের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷ এর জেরে আগামী ত্রৈমাসিকে ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিনে চাপ বাড়তে পারে ৷ কারণ ব্যাঙ্ক ডিপোজিটের সুদের হারে বেশি কমানো সম্ভব হয়নি ৷ তবে রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপে নতুন লোন আরও সস্তা হয়ে গিয়েছে ৷