দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি দেখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত এক বছরে পলিসি রেট অনেকটাই কমিয়েছে ৷ এরপর দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ সাধারণত মধ্যবিত্তরা সবচেয়ে বেশি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে ৷ এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার জন্য প্রত্যেক ব্যাঙ্কের আলাদা আলাদা নিয়ম থাকে ৷ এরকম বেশ কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে যারা সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদের হার দিচ্ছে ৷ এই সমস্ত ব্যাঙ্কে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷