SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, মিলবে এই বিশেষ সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI: বর্তমানে এসবিআই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে। অর্থাৎ আগামী ৫ মাস এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।
‘উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়াল এসবিআই। দেশের বৃহত্তম ব্যাঙ্কে যাঁরা এফডি করার কথা ভাবছেন, তাঁদের জন্য এটা সুখবর। ২০২৪-এর ৩১ মার্চ ছিল এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ। বর্তমানে এসবিআই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে। অর্থাৎ আগামী ৫ মাস এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
প্রবীণ নাগরিকরা সাধারণত নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। যাতে নিশ্চিত রিটার্ন মেলে। ঝুঁকি নিতে না হয়। এই জন্যই ফিক্সড ডিপোজিট তাঁদের প্রথম পছন্দ। এসবিআই উইকেয়ার স্কিমে চমৎকার রিটার্ন মেলে। কোনও ঝুঁকিও নেই। কোভিডের সময় প্রবীণ নাগরিকদের অর্থ নিরাপদে রাখার বিকল্প হিসেবে উইকেয়ার স্পেশাল এফডি স্কিম চালু করেছিল এসবিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, কেউ যদি উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫০ শতাংশ সুদের হারে তিনি ৫,৪১,৯১৩ টাকা রিটার্ন পাবেন। এর মধ্যে সুদ হিসেবে মিলবে ৪১,৯১৩ টাকা। উল্লেখ্য, ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের সাধারণ ফিক্সড ডিপোজিটে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ দেয় এসবিআই। একই সঙ্গে আয়কর আইন অনুযায়ী টিডিএস কাটা হয়।
advertisement