বড়সড় স্বস্তি দিল EPFO, টাকা তোলার সময় আর কোনও ঝামেলা পোহাতে হবে না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Good News For EPFO Subscribers: আগামী তিন মাসের মধ্যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নতুন তথ্য প্রযুক্তি সিস্টেম চালু করা হবে।
advertisement
advertisement
নতুন সিস্টেমে কী কী সুবিধা মিলবে? কোনও সদস্য যদি নতুন চাকরিতে যোগ দেন তাহলে পরিচয়পত্র স্থানান্তরের প্রয়োজন হবে না। খুলতে হবে না নতুন অ্যাকাউন্টও। ওয়েবসাইটও আগের চেয়ে আরও ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে। উল্লেখ্য, ইপিএফও পোর্টালের মাধ্যমে দাবি নিষ্পত্তি, ব্যালেন্স চেকিং থেকে পিএফ সংক্রান্ত সমস্ত রকমের কাজ করা যায়।
advertisement
কেন নতুন সিস্টেম? ইপিএফও পোর্টালে কাজ করতে গিয়ে একাধিক সমস্যা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন অনেক কর্মীই। গত বছরের জুলাই মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আধিকারিকরাও কেন্দ্রের কাছে চিঠি লিখে এই বিষয়ে অভিযোগ জানান। মূলত পুরনো সফটওয়্যার নিয়েই ছিল যাবতীয় অভিযোগ। সবচেয়ে বেশি সমস্যা পোহাতে হত গ্রাহকদের। তাঁরা লগ ইন করতেই পারছিলেন না। ক্লেইম সেটেলমেন্টেও সমস্যা হচ্ছিল। ধীর গতির সার্ভারের কারণে আটকে যাচ্ছিল একাধিক কাজ।
advertisement
advertisement