Gold Price Today: ১১ হাজার টাকা সস্তায় মিলছে সোনা! দেখে নিন কোথায় এবং কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গত ৩দিনে সোনার দাম প্রায় ১.৩ শতাংশ পড়ে গিয়েছে ৷ রুপোর দাম কমেছে ১.৫ শতাংশ ৷
advertisement
বুধবার অবশ্য সামান্য দাম বেড়েছে সোনার ৷ এমসিএক্সে এদিন সকালে সোনা দাম ০.১৩ শতাংশ বেড়ে ট্রেড করছিল ৷ রুপোর দামে অবশ্য বিপুল পতন দেখা গিয়েছে ৷ এর আগে মঙ্গলবার দিল্লির সরাফা বাজারে সোনা ১৭৬ টাকা কমে ৪৫১১০ টাকা প্রতি ১০ গ্রাম হয়ে গিয়েছিল ৷ রুপোর দাম ৮৯৮ কমে ৬১৭১৫ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছিল ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৭৩৫ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল ৷ রুপোর দাম ২৩.৫৬ ডলার প্রতি আউন্স ৷
advertisement
বর্তমানে সোনার দাম অল টাইম হাই থেকে ১১০০০ টাকা সস্তা রয়েছে ৷ গত বছর অগাস্ট মাসে সোনা ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ বর্তমানে অবশ্য ১০ গ্রাম সোনার দাম ৪৫,০০০ টাকা ৷ আপনি যদি সোনায় ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে এটাই সবচেয়ে ভাল সময় বলে মনে করা হচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম ৬০ হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ফলে সোনায় ইনভেস্ট করে লাভবান হতে পারবেন আপনি ৷ গত বছর সোনা প্রায় ২৮ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ তার আগের বছর সোনা ২৫ শতাংশ রিটার্ন দিয়েছিল ৷ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সোনায় ইনভেস্ট করা লাভবান এবং সুরক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
advertisement