Should You Buy 9K Jewellery: আকাশছোঁয়া সোনার দাম ! তাহলে কি ৯ ক্যারেট সোনা কিনবেন ? না কি ২২ ক্যারেটই কেনা ঠিক হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Should You Buy 9K Jewellery: আকাশছোঁয়া সোনার দামে ক্রেতারা এখন তুলনামূলক কম ক্যারেটের সোনার দিকে ঝুঁকছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ২২ ক্যারেট সোনা এখনও বিনিয়োগের জন্য সেরা, আর ৯ ক্যারেট বেশি টেকসই ও সাশ্রয়ী দৈনন্দিন ব্যবহারের জন্য।
advertisement
advertisement
সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায়, ক্রেতারা এখন তুলনামূলকভাবে কম ক্যারেটের গয়না কেনার দিকে ঝুঁকছেন — যেমন ২০ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনা।চলতি বছরের জুলাই মাসে, সরকার ৯ ক্যারেট (9K) সোনার জন্য নতুন হলমার্কিং মান অনুমোদন করেছে। অর্থাৎ, এখন থেকে ৯ ক্যারেট সোনাও ভারতীয় মান সংস্থার (BIS) হলমার্কিং ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছে।
advertisement
advertisement
৯ ক্যারেট সোনার গয়না কি কেনা উচিত?আক্ষা কাম্বোজ, ভাইস প্রেসিডেন্ট, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এবং অ্যাসপেক্ট গ্লোবাল ভেঞ্চার্সের এক্সিকিউটিভ চেয়ারপার্সন, ET Wealth-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, কম ক্যারেটের গয়নায় “লাইটার টিকিট এন্ট্রি” পাওয়া যায়। ফলে অনেক ক্রেতা এখন ১৪ ক্যারেট বা এমনকি ৯ ক্যারেট সোনা কেনার দিকেই ঝুঁকছেন, যাতে তাঁরা gold asset class সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু তুলনামূলকভাবে কম খরচে।
advertisement