এক বছরে দাম বাড়ল ৪৫ বার! বাংলাদেশে লাফাতে লাফাতে কোথায় পৌঁছাল সোনার দাম?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। আর তার জেরে মাথায় হাত পড়েছে আম নাগরিকদের। মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রিয় হলুদ ধাতু। কিন্তু, জানেন কি এখন বাংলাদেশে ঠিক কত টাকায় বিক্রি হচ্ছে সোনা?
ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। আর তার জেরে মাথায় হাত পড়েছে আম নাগরিকদের। মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রিয় হলুদ ধাতু। কিন্তু, জানেন কি এখন বাংলাদেশে ঠিক কত টাকায় বিক্রি হচ্ছে সোনা?
advertisement
বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, ১২ অক্টোবর, রবিবার ওই দেশে সোনা ভরি সাত হাজার টাকা বেড়েছে। ফলে এখন সেই দেশে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লক্ষ ৯ হাজার ১০১ টাকায়।
advertisement
এর আগে বুধবার অর্থাৎ ৮ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে জানানো হয় স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বেড়েছে।ফলে সার্বিক পরিস্থিতিতে এখন নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
advertisement
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারাটের এক ভরি সোনার দাম ২ লক্ষ ৯ হাজার ১০১ টাকা। ২১ ক্যারাট প্রতি ভরি সোনার দাম ১ লক্ষ ৯৯ হাজার ৫ টাকা এবং ১৮ ক্যারাট প্রতি ভরি সোনার দাম ১ লক্ষ ৭১ হাজার ৮৮ টাকা।
advertisement
এছাড়াও, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় সোনার বিক্রয়মূল্যের উপর সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।
advertisement