Gold Price: সোনা-রুপোর দাম কোথায় পৌঁছতে পারে? সামনে এল চমকে দেওয়া অনুমান, ভাবতেও পারবেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Price Predictions: অভ্যন্তরীণ বাজার হোক বা আন্তর্জাতিক বাজার, সোনা ও রুপোর দাম তাদের রেকর্ড মাত্রায় রয়েছে।
মূল্যবান এই ধাতু বরাবরই! যে কারণে সম্পদ বললে টাকার বিশাল রাশির পাশাপাশি সোনার কথাই সবার আগে যে কারও মাথায় আসে। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে যে হারে সোনার দাম বেড়েই চলেছে দিনের পর দিন, এমনটা অতীতে আগে দেখা যায়নি। সেই কারণেই যখনই সোনার দাম ঘোষণা করা হচ্ছে হালে, সঙ্গে সর্বকালে সর্বোচ্চ শব্দদুটোও পাশে জুড়ে দিতে হচ্ছে।
advertisement
অভ্যন্তরীণ বাজার হোক বা আন্তর্জাতিক বাজার, সোনা ও রুপোর দাম তাদের রেকর্ড মাত্রায় রয়েছে। বর্তমানে, বিশ্বজুড়ে এমন অনেক কারণ সৃষ্টি হচ্ছে, যা সোনা এবং রুপোর দাম বৃদ্ধিকে সমর্থন করছে। এর মধ্যে রয়েছে মূল্যবান ধাতুর ক্রমবর্ধমান চাহিদা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও আমেরিকার নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাঙ্কের অবস্থান, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা ইত্যাদি। এসব কারণেই সোনার দাম ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোর দামের এই বৃদ্ধি অপ্রত্যাশিত নয়, বরং এই ধাতুর দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে।
advertisement
বিশেষজ্ঞদের মতামত -কেডিয়া কমোডিটির অজয় কেডিয়ার মতে, সোনার দামের দিক দিয়ে দেখতে গেলে, আগামী ৬ মাসে সোনার দাম ৮৫ হাজার টাকা বা $৩১০০-এর পর্যায়ে পৌঁছতে পারে। ডলারের ব্যাপারে ব্রিকস দেশগুলোর পদক্ষেপ এবং ETF-তে বিনিয়োগ বৃদ্ধির প্রভাবের কারণে সোনার দামের এই বৃদ্ধি দেখা যেতে পারে। এর পাশাপাশি, বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দার আশঙ্কা, ফেডারেল রিজার্ভের আরও রেট কমানো এবং মুদ্রাস্ফীতির চাপেও সোনার বিনিয়োগের চাহিদা বাড়তে পারে, সেই কারণে দাম বাড়তে পারে।
advertisement
তিনি জানিয়েছেন যে, রুপোর দামের দিক দিয়ে দেখতে গেলে, আশা করা হচ্ছে যে আগামী ৬ মাসের মধ্যে রুপো প্রতি আউন্স $৪০-এর পর্যায়ে পৌঁছাতে পারে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, ইটিএফ-এ বিনিয়োগ বৃদ্ধি এবং চিনের অর্থনীতিতে ত্রাণ প্যাকেজ রুপোর দামে বৃদ্ধির প্রধান কারণ। অনুমান করা হচ্ছে যে, ২০২৫ সালের মার্চ মাস নাগাদ রুপো ১.৩ লাখ টাকার স্তরে পৌঁছতে পারে।
advertisement
সোনা ও রুপোর দামের ক্রমাগত বৃদ্ধি -প্রায় সারা বছর ধরেই সোনার দাম বেড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে বছরের শুরুতে সোনার দাম ছিল ২০৫৮ ডলার। ফেব্রুয়ারি মাসে, সোনা সর্বনিম্ন ১৯৯২ ডলারে পৌঁছেছে। এর পরে, স্টকগুলিতে উত্থান হয় এবং অক্টোবরে সোনার দাম $২৭০০ ছাড়িয়ে যায়। রুপোও $৩৪ এর স্তর অতিক্রম করেছে। অভ্যন্তরীণ বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজার টাকা এবং রুপো প্রতি কেজি ১ লাখ টাকা ছাড়িয়েছে।
