Gold Price Today|| সোনা কিনবেন, দেদার সস্তা হল প্রিয় ধাতু, মিলছে সহজ ইএমআই অপশনও

Last Updated:
কেমন করে পাবেন ইএমআইতে সোনা কেনার অপশন...
1/5
সোনা-রুপো  (Gold-Silver) কিনবেন, ভালো খবর৷ বিশ্বমার্কেট দুর্বল হওয়ার সুবাদে ভারতেও সোনার দরে (Gold price today)  বড় পতন৷ শুধু সোনা নয়, রুপোর দরেও এসেছে পতন৷ এমসিএক্স  (Multi commodity exchnage)  আজ সোনার দরে ০.১৬ শতাংশ পতন হয়েছে৷ ৪৭,৯২৬ টাকা প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে৷ এদিকে রুপোর দাম ০.৩ শতাংশ পতনের পর প্রতি কিলোগ্রাম ৬৭,৮৬৫ টাকা হয়েছে৷ গত হিসেবের সময়ের থেকে প্রায় ৪০০ টাকা কমে ০.৭৫ শতাংশ পতন হয়েছে, আর রুপোতে সেটা ০.৫ শতাংশ৷ Photo- Representative
সোনা-রুপো (Gold-Silver) কিনবেন, ভালো খবর৷ বিশ্বমার্কেট দুর্বল হওয়ার সুবাদে ভারতেও সোনার দরে (Gold price today) বড় পতন৷ শুধু সোনা নয়, রুপোর দরেও এসেছে পতন৷ এমসিএক্স (Multi commodity exchnage) আজ সোনার দরে ০.১৬ শতাংশ পতন হয়েছে৷ ৪৭,৯২৬ টাকা প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে৷ এদিকে রুপোর দাম ০.৩ শতাংশ পতনের পর প্রতি কিলোগ্রাম ৬৭,৮৬৫ টাকা হয়েছে৷ গত হিসেবের সময়ের থেকে প্রায় ৪০০ টাকা কমে ০.৭৫ শতাংশ পতন হয়েছে, আর রুপোতে সেটা ০.৫ শতাংশ৷ Photo- Representative
advertisement
2/5
গ্লোবাল মার্কেটের কথা বলা হলে সোনার দামেও প্রচুর পতন হয়েছে৷ গত দু সপ্তাহে সোনা রেকর্ডমানে পৌঁছেছিল৷ এখন সেটা০.২ শতাংশ পড়েছে৷ এই পতনের পরে সোনার দর ১৮০৯.২১ ডলার প্রতি আউন্স হয়েছে৷ অন্য দামী ধাতুর মূল্য অর্থাৎ রুপোর দাম ২৫.৩৭ ডলার প্রতি আউন্স হয়েছে৷ প্ল্যাটিনামের দাম অবশ্য বেড়েছে সেটা ০.৬ শতাংশ বেড়ে ১০৫৪.৭২ ডলার হয়েছে৷ Photo- Representative
গ্লোবাল মার্কেটের কথা বলা হলে সোনার দামেও প্রচুর পতন হয়েছে৷ গত দু সপ্তাহে সোনা রেকর্ডমানে পৌঁছেছিল৷ এখন সেটা০.২ শতাংশ পড়েছে৷ এই পতনের পরে সোনার দর ১৮০৯.২১ ডলার প্রতি আউন্স হয়েছে৷ অন্য দামী ধাতুর মূল্য অর্থাৎ রুপোর দাম ২৫.৩৭ ডলার প্রতি আউন্স হয়েছে৷ প্ল্যাটিনামের দাম অবশ্য বেড়েছে সেটা ০.৬ শতাংশ বেড়ে ১০৫৪.৭২ ডলার হয়েছে৷ Photo- Representative
advertisement
3/5
গত অগাস্ট মাসের তুলনায় এমসিএক্স (MCX) হিসেবে ২০২০ তে ১০ গ্রাম সোনার দাম ছিল৫৬,২০০ টাকা৷ সে সময় সোনার দর উচ্চতম স্থানে পৌঁছে গিয়েছিল৷ সেটাই আজ নেমে প্রতি দশগ্রাম সোনার দর কমেছে একধাক্কায় ৮২৭৪ টাকা৷ Photo- Representative
গত অগাস্ট মাসের তুলনায় এমসিএক্স (MCX) হিসেবে ২০২০ তে ১০ গ্রাম সোনার দাম ছিল৫৬,২০০ টাকা৷ সে সময় সোনার দর উচ্চতম স্থানে পৌঁছে গিয়েছিল৷ সেটাই আজ নেমে প্রতি দশগ্রাম সোনার দর কমেছে একধাক্কায় ৮২৭৪ টাকা৷ Photo- Representative
advertisement
4/5
যদি আপনার কাছে একেবারে অনেকটা টাকা না থাকে তাহলে আপনি মাসিক কিস্তির ভিত্তিতে সোনা বা গয়না কিনতে পারেন৷ Augmont,EMI  তে আপনি কিনতে পারেন৷ এতে শুধু শুরুতে মাত্র ২০শতাংশ ডাউন পেমেন্ট করতে হয়৷ তারপর যা কিনবেন সেই অনুযায়ি ইএমআই (EMI) স্থির হবে৷ শেষ ইএমআইয়ের ১০ দিনের মধ্যে মাল ডেলিভারি হয়৷ এরজন্য গ্রাহককে কোনও অতিরিক্ত মূল্য দিতে হয় না৷ Photo- Representative
যদি আপনার কাছে একেবারে অনেকটা টাকা না থাকে তাহলে আপনি মাসিক কিস্তির ভিত্তিতে সোনা বা গয়না কিনতে পারেন৷ Augmont,EMI তে আপনি কিনতে পারেন৷ এতে শুধু শুরুতে মাত্র ২০শতাংশ ডাউন পেমেন্ট করতে হয়৷ তারপর যা কিনবেন সেই অনুযায়ি ইএমআই (EMI) স্থির হবে৷ শেষ ইএমআইয়ের ১০ দিনের মধ্যে মাল ডেলিভারি হয়৷ এরজন্য গ্রাহককে কোনও অতিরিক্ত মূল্য দিতে হয় না৷ Photo- Representative
advertisement
5/5
আজ সোনা রুপোর দর কত আছে তা শুধুমাত্র মিসড কল দিয়েই টের পাওয়া যায়৷ এরজন্য আপনাকে  8955664433 মিসড কল দিন৷ তারপর আপনার ফোনে মেসেজ আসবে আর সোনার লেটেস্ট দর পেয়ে যাবেন৷  সোনার শুদ্ধতা মাপার জন্যেও একটি বিশেষ অ্যাপ হয়, ‘BIS Care app’  এ নিজের সোনার হলমার্ক নম্বর দিয়ে সোনার শুদ্ধতা পরীক্ষা করতে পারেন গ্রাহক৷ Photo- Representative
আজ সোনা রুপোর দর কত আছে তা শুধুমাত্র মিসড কল দিয়েই টের পাওয়া যায়৷ এরজন্য আপনাকে 8955664433 মিসড কল দিন৷ তারপর আপনার ফোনে মেসেজ আসবে আর সোনার লেটেস্ট দর পেয়ে যাবেন৷ সোনার শুদ্ধতা মাপার জন্যেও একটি বিশেষ অ্যাপ হয়, ‘BIS Care app’ এ নিজের সোনার হলমার্ক নম্বর দিয়ে সোনার শুদ্ধতা পরীক্ষা করতে পারেন গ্রাহক৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement