Gold Price Fall: স্বস্তির খবর, কমল সোনার দাম ! ১ গ্রামের দাম কত হল জেনে নিন

Last Updated:
Gold Price Drops: টানা বৃদ্ধি শেষে অবশেষে কমল সোনার দাম। আজকের বাজারদরে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম কিছুটা নেমে এসেছে। ক্রেতাদের জন্য এটি বড় স্বস্তির খবর, বিশেষ করে উৎসব ও বিয়ের মরশুমের আগে।
1/5
সাম্প্রতিক সময়ে সোনার দামের লাগামছাড়া বৃদ্ধি সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। বিশেষ করে উৎসব ও বিয়ের মরশুমের আগে সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ায় গয়না কেনার পরিকল্পনা অনেকেই পিছিয়ে দিচ্ছিলেন। তবে এবার ক্রেতাদের জন্য এল স্বস্তির খবর। টানা বৃদ্ধির পর অবশেষে সোনার দামে দেখা মিলল কিছুটা পতন।
সাম্প্রতিক সময়ে সোনার দামের লাগামছাড়া বৃদ্ধি সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। বিশেষ করে উৎসব ও বিয়ের মরশুমের আগে সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ায় গয়না কেনার পরিকল্পনা অনেকেই পিছিয়ে দিচ্ছিলেন। তবে এবার ক্রেতাদের জন্য এল স্বস্তির খবর। টানা বৃদ্ধির পর অবশেষে সোনার দামে দেখা মিলল কিছুটা পতন।
advertisement
2/5
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২৪ ক্যারেট খাঁটি সোনার ১ গ্রামের দাম কিছুটা কমেছে। বড় দফায় না হলেও এই সামান্য পতনেই স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা এবং আমেরিকার সুদের হারের সম্ভাব্য পরিবর্তনের কারণে ভারতীয় বাজারেও সোনার দামে এই পতন লক্ষ্য করা যাচ্ছে।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২৪ ক্যারেট খাঁটি সোনার ১ গ্রামের দাম কিছুটা কমেছে। বড় দফায় না হলেও এই সামান্য পতনেই স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা এবং আমেরিকার সুদের হারের সম্ভাব্য পরিবর্তনের কারণে ভারতীয় বাজারেও সোনার দামে এই পতন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/5
সোনা ঐতিহ্যগতভাবে ভারতীয়দের কাছে বিনিয়োগ ও সঞ্চয়ের অন্যতম ভরসার জায়গা। দাম কিছুটা কমায় যারা আসন্ন পুজো বা বিয়ের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই সঠিক সময় হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সোনার দাম আবারও দ্রুত উর্ধ্বমুখী হতে পারে।
সোনা ঐতিহ্যগতভাবে ভারতীয়দের কাছে বিনিয়োগ ও সঞ্চয়ের অন্যতম ভরসার জায়গা। দাম কিছুটা কমায় যারা আসন্ন পুজো বা বিয়ের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই সঠিক সময় হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সোনার দাম আবারও দ্রুত উর্ধ্বমুখী হতে পারে।
advertisement
4/5
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৩৪৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৪৯৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৪৩৪২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৩৪৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৪৯৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৪৩৪২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement