Massive Change In Gold Price: একই দিনে সোনার দামে দ্বিতীয়বার মারাত্মক বদল! দেখে নিন আপনার শহরে ১ গ্রামের দাম কত হল

Last Updated:
Massive Change In Gold Price: ভারতীয় বাজারে একই দিনে দ্বিতীয়বার বড় বদল সোনার দামে। ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য আজকের ১ গ্রাম সোনার নতুন দর জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
1/5
ভারতীয় বাজারে সোনার দামে আজ ফের বড় চমক। একই দিনে দ্বিতীয়বার মারাত্মক পরিবর্তন হওয়ায় ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সকালে এক দফা ওঠানামার পর দুপুর গড়াতেই আবার বদলে গেল সোনার দর। ফলে যাঁরা আজ সোনা কেনা বা বিক্রির পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতীয় বাজারে সোনার দামে আজ ফের বড় চমক। একই দিনে দ্বিতীয়বার মারাত্মক পরিবর্তন হওয়ায় ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সকালে এক দফা ওঠানামার পর দুপুর গড়াতেই আবার বদলে গেল সোনার দর। ফলে যাঁরা আজ সোনা কেনা বা বিক্রির পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/5
কেন একই দিনে দু’বার বদলাল সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের দ্রুত ওঠানামা, ডলার-রুপি বিনিময় হারের পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারে। পাশাপাশি জিও-পলিটিক্যাল টেনশন ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও সোনার দামে প্রভাব ফেলছে। এর ফলেই একদিনে দু’বার দামের বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে।
কেন একই দিনে দু’বার বদলাল সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের দ্রুত ওঠানামা, ডলার-রুপি বিনিময় হারের পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারে। পাশাপাশি জিও-পলিটিক্যাল টেনশন ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও সোনার দামে প্রভাব ফেলছে। এর ফলেই একদিনে দু’বার দামের বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে।
advertisement
3/5
বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার দামে অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদে এটি এখনও নিরাপদ বিনিয়োগ। যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁরা আজকের দামের পরিবর্তন ভালভাবে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। আর বিনিয়োগকারীদের ক্ষেত্রে ধাপে ধাপে বিনিয়োগ করাই হতে পারে বুদ্ধিমানের কাজ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার দামে অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদে এটি এখনও নিরাপদ বিনিয়োগ। যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁরা আজকের দামের পরিবর্তন ভালভাবে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। আর বিনিয়োগকারীদের ক্ষেত্রে ধাপে ধাপে বিনিয়োগ করাই হতে পারে বুদ্ধিমানের কাজ।
advertisement
4/5
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২০ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৪০১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৩৪২২ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩১৩৩০০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২০ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৪০১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৩৪২২ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩১৩৩০০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement