Massive Change In Gold Price: একই দিনে সোনার দামে দ্বিতীয়বার মারাত্মক বদল! দেখে নিন আপনার শহরে ১ গ্রামের দাম কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Massive Change In Gold Price: ভারতীয় বাজারে একই দিনে দ্বিতীয়বার বড় বদল সোনার দামে। ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য আজকের ১ গ্রাম সোনার নতুন দর জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
ভারতীয় বাজারে সোনার দামে আজ ফের বড় চমক। একই দিনে দ্বিতীয়বার মারাত্মক পরিবর্তন হওয়ায় ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সকালে এক দফা ওঠানামার পর দুপুর গড়াতেই আবার বদলে গেল সোনার দর। ফলে যাঁরা আজ সোনা কেনা বা বিক্রির পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
কেন একই দিনে দু’বার বদলাল সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের দ্রুত ওঠানামা, ডলার-রুপি বিনিময় হারের পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারে। পাশাপাশি জিও-পলিটিক্যাল টেনশন ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও সোনার দামে প্রভাব ফেলছে। এর ফলেই একদিনে দু’বার দামের বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement







