Gold Jewellery: আপনি যে গয়না পরে আছেন তা আসল তো ? বাড়িতে বসেই জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Gold Jewellery: সোনা খাঁটি কিনা তা চেনার সবচেয়ে সহজ উপায়।
বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে হবু বর কনে হোক কিংবা আত্মীয়-স্বজন সকলের সোনা কেনার একটা হিড়িক থাকে। অনুষ্ঠানে উপহারে সকলের একমাত্র পছন্দ সোনার গয়না। তাবে এত দামি ধাতু কিনছেন উপহারের জন্য সেটা নকল নাকি তা অবশ্যই পরখ করে নেওয়া উচিত। কিন্তু কিভাবে চিনবেন আপনার সোনা খাঁটি হলমার্ক ?
advertisement
advertisement
advertisement
সোনার পণ্য এবং গহনাগুলোকে ৬ সংখ্যার হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে মার্ক করা হয়। একটি ৬ সংখ্যার HUID প্রতিটা সোনার জুয়েলার্সে থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনি একজন গ্রাহক হিসেবে হলমার্ক যাচাই করার জন্যBIS কেয়ার অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। যদি নাম্বারটি আসল হয় তবে এটি অ্যাপ দ্বারা প্রতিফলিত হবে।
advertisement
advertisement