হাঁসফাঁস গরম থেকে মুক্তি, ১০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই AC

Last Updated:
আঁটসাঁট বাজেটের মধ্যে এসি আঁটবে কী করে? চিন্তা নেই। এখানে কয়েকটি পকেট ফ্রেন্ডলি এসি-র হদিশ দেওয়া হল। গরম এবার চোখ রাঙিয়ে দেখাক!
1/8
advertisement
2/8
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। চাঁদিফাটা গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। পাখার বাতাসেও যেন আগুনের হলকা। গরম বাধ মানছে না কিছুতেই। এই পরিস্থিতিতে এসি-ই ভরসা। দরজা-জানলা বন্ধ করে এসি চালিয়ে ঘর ঠান্ডা করলে তবেই দু’দণ্ডের শান্তি।
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। চাঁদিফাটা গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। পাখার বাতাসেও যেন আগুনের হলকা। গরম বাধ মানছে না কিছুতেই। এই পরিস্থিতিতে এসি-ই ভরসা। দরজা-জানলা বন্ধ করে এসি চালিয়ে ঘর ঠান্ডা করলে তবেই দু’দণ্ডের শান্তি।
advertisement
3/8
একটা সময় এসি ছিল বিলাসিতা। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এসি এখন মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরম থেকে বাঁচার একমাত্র ঢাল। কিন্তু দাম যে অনেক। আঁটসাঁট বাজেটের মধ্যে এসি আঁটবে কী করে? চিন্তা নেই। এখানে কয়েকটি পকেট ফ্রেন্ডলি এসি-র হদিশ দেওয়া হল। গরম এবার চোখ রাঙিয়ে দেখাক!
একটা সময় এসি ছিল বিলাসিতা। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এসি এখন মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরম থেকে বাঁচার একমাত্র ঢাল। কিন্তু দাম যে অনেক। আঁটসাঁট বাজেটের মধ্যে এসি আঁটবে কী করে? চিন্তা নেই। এখানে কয়েকটি পকেট ফ্রেন্ডলি এসি-র হদিশ দেওয়া হল। গরম এবার চোখ রাঙিয়ে দেখাক!
advertisement
4/8
হ্যাভেলস ফ্রেস্কো পোর্টেবল এয়ার কন্ডিশনার: এটা পোর্টেবল এসি। মূল বৈশিষ্ট হল অটো ড্রেন প্রযুক্তি এবং অটো ফিল সিস্টেম। জলের ট্যাঙ্কেও কভার রয়েছে। নিয়ন্ত্রণের জন্যে রয়েছে রিমোট। ডিসকাউন্ট দিয়ে হ্যাভেলস ফ্রেস্কো পোর্টেবল এয়ার কন্ডিশনারের দাম পড়ছে ৯,৮৯৯ টাকা।
হ্যাভেলস ফ্রেস্কো পোর্টেবল এয়ার কন্ডিশনার: এটা পোর্টেবল এসি। মূল বৈশিষ্ট হল অটো ড্রেন প্রযুক্তি এবং অটো ফিল সিস্টেম। জলের ট্যাঙ্কেও কভার রয়েছে। নিয়ন্ত্রণের জন্যে রয়েছে রিমোট। ডিসকাউন্ট দিয়ে হ্যাভেলস ফ্রেস্কো পোর্টেবল এয়ার কন্ডিশনারের দাম পড়ছে ৯,৮৯৯ টাকা।
advertisement
5/8
ডুয়েট আইএস পার্সোনাল পেডেস্টাল কুলিং এয়ার কন্ডিশনার: এটা ব্যাপক জনপ্রিয়। দুরকমভাবে ব্যবহার করা যায়, পার্সোনাল কুলিং ফ্যান এবং এয়ার কুলার। ৬ লিটার জলের ট্যাঙ্ক। বিদ্যুৎ খরচ হয় মাত্র ৪৫ ওয়াট। ১১০ বর্গফুটের ঘরকে নিমেষে ঠান্ডা করে। এতে আইস চেম্বার রয়েছে। ঠান্ডা বাতাসের জন্য কিছু বরফ রাখা যায়। ডিসকাউন্ট দিয়ে দাম ৬,২৯১ টাকা।
ডুয়েট আইএস পার্সোনাল পেডেস্টাল কুলিং এয়ার কন্ডিশনার: এটা ব্যাপক জনপ্রিয়। দুরকমভাবে ব্যবহার করা যায়, পার্সোনাল কুলিং ফ্যান এবং এয়ার কুলার। ৬ লিটার জলের ট্যাঙ্ক। বিদ্যুৎ খরচ হয় মাত্র ৪৫ ওয়াট। ১১০ বর্গফুটের ঘরকে নিমেষে ঠান্ডা করে। এতে আইস চেম্বার রয়েছে। ঠান্ডা বাতাসের জন্য কিছু বরফ রাখা যায়। ডিসকাউন্ট দিয়ে দাম ৬,২৯১ টাকা।
advertisement
6/8
ডায়েট ৩ডি ২০আই টাওয়ার এয়ার কন্ডিশনার ২০-লিটার: কারেন্ট অফ হলেও চিন্তা নেই। এই এসি ইনভার্টারেই চলবে। মাল্টিস্টেজ ফিল্টার থাকা আই-পিওর প্রযুক্তির সাহায্যে মিলবে সুপার ক্রিস্প কুলিং। জলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২০ লিটার। ১৪০ বর্গফুটের ঘর ঠান্ডা হবে চোখের নিমেষে। আর হ্যাঁ, কারেন্টের বিলেও বেশি চাপ পড়বে না। ডিসকাউন্ট দিয়ে এর দাম ৮,২৯১ টাকা।
ডায়েট ৩ডি ২০আই টাওয়ার এয়ার কন্ডিশনার ২০-লিটার: কারেন্ট অফ হলেও চিন্তা নেই। এই এসি ইনভার্টারেই চলবে। মাল্টিস্টেজ ফিল্টার থাকা আই-পিওর প্রযুক্তির সাহায্যে মিলবে সুপার ক্রিস্প কুলিং। জলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২০ লিটার। ১৪০ বর্গফুটের ঘর ঠান্ডা হবে চোখের নিমেষে। আর হ্যাঁ, কারেন্টের বিলেও বেশি চাপ পড়বে না। ডিসকাউন্ট দিয়ে এর দাম ৮,২৯১ টাকা।
advertisement
7/8
কেনস্টার চিল এইচসি ৪০ লিটারের পার্সোনাল এয়ার কন্ডিশনার: এতে রয়েছে ইভাপোরেটিভ কুলিং টেকনোলজি। সঙ্গে হানিকম্ব প্যাড। ধারণ ক্ষমতা ৪০ লিটার। কেনস্টারের গুণগত মান নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তাই চোখ বন্ধ করে ভরসা করা যায়। দামও সাধ্যের মধ্যে, ৫,৯৯০ টাকা।
কেনস্টার চিল এইচসি ৪০ লিটারের পার্সোনাল এয়ার কন্ডিশনার: এতে রয়েছে ইভাপোরেটিভ কুলিং টেকনোলজি। সঙ্গে হানিকম্ব প্যাড। ধারণ ক্ষমতা ৪০ লিটার। কেনস্টারের গুণগত মান নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তাই চোখ বন্ধ করে ভরসা করা যায়। দামও সাধ্যের মধ্যে, ৫,৯৯০ টাকা।
advertisement
8/8
বাজাজ এমডি ২০২০ ৫৪ লিটার উইন্ডো এয়ার কন্ডিশনার: কমপ্যাক্ট গঠন, অপ্টিমাইজড কুলিং। এর অবিশ্বাস্য শক্তিশালী মোটর ৮০ ফুট এলাকায় সমান ভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। জল ধারণ ক্ষমতা ৫৪ লিটার। দাম মত্র ৬,৮৯০ টাকা।
বাজাজ এমডি ২০২০ ৫৪ লিটার উইন্ডো এয়ার কন্ডিশনার: কমপ্যাক্ট গঠন, অপ্টিমাইজড কুলিং। এর অবিশ্বাস্য শক্তিশালী মোটর ৮০ ফুট এলাকায় সমান ভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। জল ধারণ ক্ষমতা ৫৪ লিটার। দাম মত্র ৬,৮৯০ টাকা।
advertisement
advertisement
advertisement