হাঁসফাঁস গরম থেকে মুক্তি, ১০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই AC
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আঁটসাঁট বাজেটের মধ্যে এসি আঁটবে কী করে? চিন্তা নেই। এখানে কয়েকটি পকেট ফ্রেন্ডলি এসি-র হদিশ দেওয়া হল। গরম এবার চোখ রাঙিয়ে দেখাক!
advertisement
advertisement
advertisement
advertisement
ডুয়েট আইএস পার্সোনাল পেডেস্টাল কুলিং এয়ার কন্ডিশনার: এটা ব্যাপক জনপ্রিয়। দুরকমভাবে ব্যবহার করা যায়, পার্সোনাল কুলিং ফ্যান এবং এয়ার কুলার। ৬ লিটার জলের ট্যাঙ্ক। বিদ্যুৎ খরচ হয় মাত্র ৪৫ ওয়াট। ১১০ বর্গফুটের ঘরকে নিমেষে ঠান্ডা করে। এতে আইস চেম্বার রয়েছে। ঠান্ডা বাতাসের জন্য কিছু বরফ রাখা যায়। ডিসকাউন্ট দিয়ে দাম ৬,২৯১ টাকা।
advertisement
ডায়েট ৩ডি ২০আই টাওয়ার এয়ার কন্ডিশনার ২০-লিটার: কারেন্ট অফ হলেও চিন্তা নেই। এই এসি ইনভার্টারেই চলবে। মাল্টিস্টেজ ফিল্টার থাকা আই-পিওর প্রযুক্তির সাহায্যে মিলবে সুপার ক্রিস্প কুলিং। জলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২০ লিটার। ১৪০ বর্গফুটের ঘর ঠান্ডা হবে চোখের নিমেষে। আর হ্যাঁ, কারেন্টের বিলেও বেশি চাপ পড়বে না। ডিসকাউন্ট দিয়ে এর দাম ৮,২৯১ টাকা।
advertisement
advertisement