ট্রেড বার নিয়ে অনশ্চিয়তা ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে সুদে পলিসি রেট কাটের জন্য ইনভেস্টরা প্রচুর পরিমাণে সোনা কিনেছে ৷ এর জেরে এই বছর সোনার দাম গত ৬ বছরে সর্বোচ্চ বেড়েছে ৷ সেপ্টেম্বর মাসে সোনা রেকর্ড দাম বেড়েছিল ৷ এরই মাঝে গ্রাহক টানতে একাধিক ব্র্যান্ডেড সংস্থা বিভিন্ন ধরনের অফার্স নিয়ে এসেছে ৷ এর সাহায্যে আপনিও এই ফেস্টিভ সিজনে সোনা কিনতে পারবেন ৷
Tanishq সোনার গয়নার মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ আলাদা আলাদা স্টোরে অবশ্য এই ছাড়ের সংখ্যা বদলাতে পারে ৷ সাধারণত সোনার গয়নার মোট টাকার ১০ শতাংশ মেকিং চার্জ হয় ৷ এছাড়া সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে বিনামূল্যে গয়না দেওয়া হবে ৷