SBI-এর ধামাকা অফার ! সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন, দেখে নিন এক ঝলকে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে একটি ধামকা অফার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন।
বর্তমান সময়ে সকলেই চান এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। বর্তমান বাজারে এমন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যেখান থেকে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। কিন্তু, বেশি সুদের লোভে যে কোনও জায়গায় বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। কারণ সেই সকল জায়গায় সুরক্ষার কোনও ব্যাপার নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমের নাম হল SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS)। এটি হল একটি সেভিংস স্কিম যা সেভিংস বা চলতি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। অর্থাৎ যাঁদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট আছে, তাঁরাই এই SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিমের (MODS) সুবিধা নিতে পারেন।
advertisement
advertisement
গ্রাহকরা চাইলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই SBI MOD স্কিম থেকে যে কোনও সময় টাকা তুলতে পারবেন। গ্রাহকরা চেক/এটিএম/আইএনবি-এর মাধ্যমে ১০০০ টাকার গুণে টাকা তুলতে পারবেন।সেভিংস অ্যাকাউন্টে MOD স্কিমের সুবিধা পেতে, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স এবং ন্যূনতম টাকার পরিমাণ যথাক্রমে ৩৫,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা হওয়া উচিত।
advertisement








