বিনামূল্যে মিলবে ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স, জেনে নিন পুরো ডিটেল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্বাভাবিক ভাবেই কেউ চাইবেন না যে এই সুবিধা তাদের নিতে হোক কিন্তু কোনও এমারজেন্সি পরিস্থিতির ক্ষেত্রে এই যোজনা অনেক সাহায্য করে থাকে ৷
বর্তমানে প্রায় ৪.৫০ কোটির বেশি সদস্য রয়েছে ইপিএফও-র ৷ একদিকে যেখানে ইপিএফ সবচেয়ে বেশি সুদের হার দিয়ে থাকে অন্যদিকে অন্যান্য একাধিক সুবিধাও পেয়ে থাকে ইপিএফও সাবস্ক্রাইব্রার্সরা ৷ এরকম একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে ইপিএফও যার বিষয়ে অনেকেই জানেন না ৷ বিষয়টি হল এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম ৷ এই স্কিমে ইপিএফও-র অ্যাকাউন্ট হোল্ডারদের ৭ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভার বা ইনস্যুরেন্স কভার দেওয়া হয়ে থাকে ৷
advertisement
ডেথ ইনস্যুরেন্স কভার - ইপিএফও-র এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম একটি বিশেষ ধরনের ডেথ ইনস্যুরেন্স কভার ৷ স্বাভাবিক ভাবেই কেউ চাইবেন না যে এই সুবিধা তাদের নিতে হোক কিন্তু কোনও এমারজেন্সি পরিস্থিতির ক্ষেত্রে এই যোজনা অনেক সাহায্য করে থাকে ৷ PF অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে, রেজিস্টার্ড নমিনিকে অর্থ প্রদান করা হয়।
advertisement
advertisement
advertisement