বিনামূল্যে মিলবে ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স, জেনে নিন পুরো ডিটেল

Last Updated:
স্বাভাবিক ভাবেই কেউ চাইবেন না যে এই সুবিধা তাদের নিতে হোক কিন্তু কোনও এমারজেন্সি পরিস্থিতির ক্ষেত্রে এই যোজনা অনেক সাহায্য করে থাকে ৷
1/5
বর্তমানে প্রায় ৪.৫০ কোটির বেশি সদস্য রয়েছে ইপিএফও-র ৷ একদিকে যেখানে ইপিএফ সবচেয়ে বেশি সুদের হার দিয়ে থাকে অন্যদিকে অন্যান্য একাধিক সুবিধাও পেয়ে থাকে ইপিএফও সাবস্ক্রাইব্রার্সরা ৷ এরকম একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে ইপিএফও যার বিষয়ে অনেকেই জানেন না ৷ বিষয়টি হল এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম ৷ এই স্কিমে ইপিএফও-র অ্যাকাউন্ট হোল্ডারদের ৭ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভার বা ইনস্যুরেন্স কভার দেওয়া হয়ে থাকে ৷
বর্তমানে প্রায় ৪.৫০ কোটির বেশি সদস্য রয়েছে ইপিএফও-র ৷ একদিকে যেখানে ইপিএফ সবচেয়ে বেশি সুদের হার দিয়ে থাকে অন্যদিকে অন্যান্য একাধিক সুবিধাও পেয়ে থাকে ইপিএফও সাবস্ক্রাইব্রার্সরা ৷ এরকম একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে ইপিএফও যার বিষয়ে অনেকেই জানেন না ৷ বিষয়টি হল এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম ৷ এই স্কিমে ইপিএফও-র অ্যাকাউন্ট হোল্ডারদের ৭ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভার বা ইনস্যুরেন্স কভার দেওয়া হয়ে থাকে ৷
advertisement
2/5
ডেথ ইনস্যুরেন্স কভার -  ইপিএফও-র এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম একটি বিশেষ ধরনের ডেথ ইনস্যুরেন্স কভার ৷ স্বাভাবিক ভাবেই কেউ চাইবেন না যে এই সুবিধা তাদের নিতে হোক কিন্তু কোনও এমারজেন্সি পরিস্থিতির ক্ষেত্রে এই যোজনা অনেক সাহায্য করে থাকে ৷ PF অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে, রেজিস্টার্ড নমিনিকে অর্থ প্রদান করা হয়।
ডেথ ইনস্যুরেন্স কভার - ইপিএফও-র এমপ্লয়ই ডিপোজিট লিঙ্কড স্কিম একটি বিশেষ ধরনের ডেথ ইনস্যুরেন্স কভার ৷ স্বাভাবিক ভাবেই কেউ চাইবেন না যে এই সুবিধা তাদের নিতে হোক কিন্তু কোনও এমারজেন্সি পরিস্থিতির ক্ষেত্রে এই যোজনা অনেক সাহায্য করে থাকে ৷ PF অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে, রেজিস্টার্ড নমিনিকে অর্থ প্রদান করা হয়।
advertisement
3/5
এই যোজনায় ইপিএফও সদস্যকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে ৷ সর্বোচ্চ ৭ লক্ষ টাকা দেওয়া হয় ৷ রেজিস্টার্ড নমিনিকে এই টাকা দেওয়া হয়ে থাকে ৷
এই যোজনায় ইপিএফও সদস্যকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে ৷ সর্বোচ্চ ৭ লক্ষ টাকা দেওয়া হয় ৷ রেজিস্টার্ড নমিনিকে এই টাকা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
4/5
রেজিস্টার্ড নমিনির নাম না থাকলে-  ধরে নিন ইডিএলআই স্কিমে যদি কোনও নমিনির নাম রেজিস্টার্ড না থাকে সে ক্ষেত্রে পুরো কভারেজ কর্মচারীর জীবন সাথী বা তার মেয়ে/ছেলে পাবেন ৷ তবে ক্লেমের টাকা পাওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে ৷
রেজিস্টার্ড নমিনির নাম না থাকলে- ধরে নিন ইডিএলআই স্কিমে যদি কোনও নমিনির নাম রেজিস্টার্ড না থাকে সে ক্ষেত্রে পুরো কভারেজ কর্মচারীর জীবন সাথী বা তার মেয়ে/ছেলে পাবেন ৷ তবে ক্লেমের টাকা পাওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে ৷
advertisement
5/5
ইপিএফও-র সদস্য হলে এই স্কিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আলাদা কিছু করতে হবে না ৷ প্রত্যেক সদস্যকে শীঘ্রই পিএফ অ্যাকাউন্টে ই-নমিনেশন করিয়ে নেওয়া উচিত যা তার অনুপস্থিতিতে নমিনিকে বিমা কভার পাওয়ার জন্য কোনও সমস্যায় যাতে পড়তে না হয় ৷
ইপিএফও-র সদস্য হলে এই স্কিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আলাদা কিছু করতে হবে না ৷ প্রত্যেক সদস্যকে শীঘ্রই পিএফ অ্যাকাউন্টে ই-নমিনেশন করিয়ে নেওয়া উচিত যা তার অনুপস্থিতিতে নমিনিকে বিমা কভার পাওয়ার জন্য কোনও সমস্যায় যাতে পড়তে না হয় ৷
advertisement
advertisement
advertisement