ফের বিপুল দাম বাড়ল রান্নার গ্যাসের, দেখে নিন আপনার শহরে সিলিন্ডারের নতুন দাম

Last Updated:
1/4
 দেশের সবচেয়ে বড় অয়েল মার্কেটিং সংস্থা ইন্ডেন তাদের গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে ৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভর্তুকীবিহীন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ১৫০ টাকা ।
দেশের সবচেয়ে বড় অয়েল মার্কেটিং সংস্থা ইন্ডেন তাদের গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে ৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভর্তুকীবিহীন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ১৫০ টাকা ।
advertisement
2/4
সমস্ত মেট্রো শহরে ১৪ কিলোর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে ৷ নতুন দাম ১২ জানুয়ারি থেকে লাগু করা হবে ৷ এর আগে পয়লা জানুয়ারি ২০২০ গ্যাসের দাম বেড়েছিল ৷ প্রত্যেক মাসে সাবসিডি ও মার্কেট রেটের বদল করা হয় ৷ কিন্তু ফেব্রুয়ারি মাসে গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ রান্নার গ্যাসের প্রায় ২৭.৬ কোটি উপভোক্তা রয়েছে ৷ এর মধ্যে প্রায় ২ কোটি মানুষ সাবসিডি পান না ৷
সমস্ত মেট্রো শহরে ১৪ কিলোর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে ৷ নতুন দাম ১২ জানুয়ারি থেকে লাগু করা হবে ৷ এর আগে পয়লা জানুয়ারি ২০২০ গ্যাসের দাম বেড়েছিল ৷ প্রত্যেক মাসে সাবসিডি ও মার্কেট রেটের বদল করা হয় ৷ কিন্তু ফেব্রুয়ারি মাসে গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ রান্নার গ্যাসের প্রায় ২৭.৬ কোটি উপভোক্তা রয়েছে ৷ এর মধ্যে প্রায় ২ কোটি মানুষ সাবসিডি পান না ৷
advertisement
3/4
কলকাতায় ভর্তুকীবিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়ল ১৪৯ টাকা। বুধবার থেকেই কার্যকর হতে চলেছে নতুন দাম।
কলকাতায় ভর্তুকীবিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়ল ১৪৯ টাকা। বুধবার থেকেই কার্যকর হতে চলেছে নতুন দাম।
advertisement
4/4
কলকাতায় ভর্তুকীবিহীন গ্যাস সিলিন্ডারের নয়া দাম ৮৯৬ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম ৮৫৮ টাকা ৫০পয়সা। মুম্বইতে নতুন দাম ৮২৯ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে গ্যাসের দাম বেড়ে ৮৮১ টাকা।
কলকাতায় ভর্তুকীবিহীন গ্যাস সিলিন্ডারের নয়া দাম ৮৯৬ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম ৮৫৮ টাকা ৫০পয়সা। মুম্বইতে নতুন দাম ৮২৯ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে গ্যাসের দাম বেড়ে ৮৮১ টাকা।
advertisement
advertisement
advertisement