স্বস্তির নিঃশ্বাস! সস্তা হয়েছে পেট্রোপণ্য

Last Updated:
1/6
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির মূল্য । অতিরিক্ত ডলার গুনতে হচ্ছে দিল্লিকে যার জেরে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম । তবে গতকালই জ্বালানি নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র । (photo: collected)
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির মূল্য । অতিরিক্ত ডলার গুনতে হচ্ছে দিল্লিকে যার জেরে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম । তবে গতকালই জ্বালানি নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র । (photo: collected)
advertisement
2/6
রাজ্যগুলিকে আড়াই টাকা কড় ছাড় দিয়েছে কেন্দ্র ৷ পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে কমল আড়াই টাকা ৷আড়াই টাকার মধ্যে কেন্দ্র দেড় টাকা অন্ত:শুল্ক কমাচ্ছে ৷ এছড়াও লিটারে এক টাকা করে কর ছাড় দেবে তেল সংস্থাগুলি ৷ প্রতি লিটারে দেড় টাকা কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র । এই ঘোষণার পর বেশ কয়েকটি রাজ্য জ্বালানির দাম কমিয়েছে । (photo: collected)
রাজ্যগুলিকে আড়াই টাকা কড় ছাড় দিয়েছে কেন্দ্র ৷ পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে কমল আড়াই টাকা ৷আড়াই টাকার মধ্যে কেন্দ্র দেড় টাকা অন্ত:শুল্ক কমাচ্ছে ৷ এছড়াও লিটারে এক টাকা করে কর ছাড় দেবে তেল সংস্থাগুলি ৷ প্রতি লিটারে দেড় টাকা কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র । এই ঘোষণার পর বেশ কয়েকটি রাজ্য জ্বালানির দাম কমিয়েছে । (photo: collected)
advertisement
3/6
এই ঘোষণার পর কোন শহরে জ্বালানির মূল্য কোথায় দাঁড়িয়ে ? জেনে নিন একনজরে । (photo: collected)
এই ঘোষণার পর কোন শহরে জ্বালানির মূল্য কোথায় দাঁড়িয়ে ? জেনে নিন একনজরে । (photo: collected)
advertisement
4/6
আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮১.৫৬ টাকা, ডিজেলের দাম ৭৩টাকা প্রতি লিটার । গুজরাত ও আহমেদাবাদে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৮.৫৪ টাকা ও ডিজেলের দাম ৭৬.২৮ টাকা । (photo: collected)
আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮১.৫৬ টাকা, ডিজেলের দাম ৭৩টাকা প্রতি লিটার । গুজরাত ও আহমেদাবাদে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৮.৫৪ টাকা ও ডিজেলের দাম ৭৬.২৮ টাকা । (photo: collected)
advertisement
5/6
মুম্বই শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭.০২ টাকা ও ডিজেলের দাম ৭৭.৫ টাকা । চেন্নাই-এ পেট্রোলের দাম ৮৪.৭৬টাকা ও ডিজেলের দাম ৭৭.১৬ টাকা । (photo: collected)
মুম্বই শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭.০২ টাকা ও ডিজেলের দাম ৭৭.৫ টাকা । চেন্নাই-এ পেট্রোলের দাম ৮৪.৭৬টাকা ও ডিজেলের দাম ৭৭.১৬ টাকা । (photo: collected)
advertisement
6/6
কলকাতায় পেট্রোলের দাম ৮৩.৪ টাকা ও ডিজেলের দাম ৭৪.৮৫ টাকা । কেন্দ্রের আর্জিতে সাড়া দিয়ে বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে  কমিয়েছে জ্বালানির দাম, তবে কেরল ও কর্ণাটক সহ এই আর্জি মানতে নারাজ । (photo: collected)
কলকাতায় পেট্রোলের দাম ৮৩.৪ টাকা ও ডিজেলের দাম ৭৪.৮৫ টাকা । কেন্দ্রের আর্জিতে সাড়া দিয়ে বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে কমিয়েছে জ্বালানির দাম, তবে কেরল ও কর্ণাটক সহ এই আর্জি মানতে নারাজ । (photo: collected)
advertisement
advertisement
advertisement