প্রতিদিন ৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধে নিয়ে আসরে এই টেলিকম সংস্থা

Last Updated:
1/4
বর্তমানে বিভিন্ন টেলিকম সংস্থা জলের দরে ডটা ও আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে ৷ এবার কোমর বেধে সেই আসরে নেমেছে ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা বিএসএনএল ৷ বিএসএনএলের প্রতিটি গ্রাহক এখন থেকে মাত্র ৩৩৩ টাকায় এসএসএস প্ল্যানকে আপগ্রড করেছে ৷ এই প্ল্যানে পাওয়া যাবে ৫.২ জিবি ডেটা রোজ ৷ এই প্ল্যানে আগে পাওয়া যেত প্রতিদিন ৩ জিবি ডেটা ৷ ছবি সংগৃহীত ৷
বর্তমানে বিভিন্ন টেলিকম সংস্থা জলের দরে ডটা ও আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে ৷ এবার কোমর বেধে সেই আসরে নেমেছে ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা বিএসএনএল ৷ বিএসএনএলের প্রতিটি গ্রাহক এখন থেকে মাত্র ৩৩৩ টাকায় এসএসএস প্ল্যানকে আপগ্রড করেছে ৷ এই প্ল্যানে পাওয়া যাবে ৫.২ জিবি ডেটা রোজ ৷ এই প্ল্যানে আগে পাওয়া যেত প্রতিদিন ৩ জিবি ডেটা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/4
রোমিং ফ্রি কলের সুবিধা : রোমিং সংক্রান্ত যাবতীয় শর্তাবলী শিথিল করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ তাই এখন রোমিং এও মন খুলে প্রাণ খুলে কথা বলুন ৷ ৮০ কেবিপিএস স্পীডের ইন্টারনেট পরিষেবা পাবেন সমস্ত গ্রাহকেরা ৷ এই প্ল্যানে ফ্রি ইনকামিং ও আউট গোয়িং কলের সুবিধা পাওয়া যাবে ৷ ছবি সংগৃহীত ৷
রোমিং ফ্রি কলের সুবিধা : রোমিং সংক্রান্ত যাবতীয় শর্তাবলী শিথিল করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ তাই এখন রোমিং এও মন খুলে প্রাণ খুলে কথা বলুন ৷ ৮০ কেবিপিএস স্পীডের ইন্টারনেট পরিষেবা পাবেন সমস্ত গ্রাহকেরা ৷ এই প্ল্যানে ফ্রি ইনকামিং ও আউট গোয়িং কলের সুবিধা পাওয়া যাবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/4
এখন থেকে পাবেন ২৩৪ জিবি ডেটা : বিএসএনএল থেকে বিএসএনএলে কলে রোমিং জোনেও প্রচুর সুবিধা দেবে ৷ এই প্ল্যান ৪৫ দিনের ৷ এর আগে এই প্ল্যানে পেতে পারেন ১৩৫ জিবি ইন্টারনেট ডেটা ৷ তবে এখন থেকে ৪৫ দিনে পাওয়া ২৩৪ জিবি ডেটা ৷ ছবি সংগৃহীত ৷
এখন থেকে পাবেন ২৩৪ জিবি ডেটা : বিএসএনএল থেকে বিএসএনএলে কলে রোমিং জোনেও প্রচুর সুবিধা দেবে ৷ এই প্ল্যান ৪৫ দিনের ৷ এর আগে এই প্ল্যানে পেতে পারেন ১৩৫ জিবি ইন্টারনেট ডেটা ৷ তবে এখন থেকে ৪৫ দিনে পাওয়া ২৩৪ জিবি ডেটা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/4
নতুন পোস্টপেড পরিষেবা বিএসএনএলের : বিএসএনএলে পোস্টপেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ খবর ৷ ২৯৯ টাকায় এখন থেকে পাওয়া যাবে যেকোনও নেটওয়র্কে আনলিমিটেড কলের সুবিধা ৷ সঙ্গে দিনে ১০০ টি এসএমএস ফ্রি ও ৩১ জিবি ডেটা ৷ তবে এই সুবিধা পুরনো গ্রাহকেরা পাবেননা ৷ এই প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই বলবৎ ৷ তবে বিনামূল্যে কলের সুবিধা দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকদের জন্য নয় ৷ ছবি সংগৃহীত ৷
নতুন পোস্টপেড পরিষেবা বিএসএনএলের : বিএসএনএলে পোস্টপেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ খবর ৷ ২৯৯ টাকায় এখন থেকে পাওয়া যাবে যেকোনও নেটওয়র্কে আনলিমিটেড কলের সুবিধা ৷ সঙ্গে দিনে ১০০ টি এসএমএস ফ্রি ও ৩১ জিবি ডেটা ৷ তবে এই সুবিধা পুরনো গ্রাহকেরা পাবেননা ৷ এই প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই বলবৎ ৷ তবে বিনামূল্যে কলের সুবিধা দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকদের জন্য নয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement