

আজ অর্থাৎ ১ ডিসেম্বর ২০২০ থেকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত একাধিক জিনিসের নিয়ম বদলাতে চলেছে ৷ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার থেকে এলপিজি ও ইনস্যুরেন্স-সহ ৫টি এরকম নিয়ম বদলাতে চলেছে যার বিষয়ে আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ দেখে নিন কী কী বদলাতে চলেছে ৷


1. RTGS সুবিধা-এদিন থেকে ফান্ড সংক্রান্ত একাধিক নিয়ম বদলাতে চলেছে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RTGS পরিষেবা 24x7x365 করার ঘোষণা করেছিল ৷ অর্থাৎ এবার থেকে ২৪ ঘণ্টায় RTGS এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে ৷ বর্তমানে RTGS পরিষেবা মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া সমস্ত ওয়ার্কিং দিনে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পাওয়া যেত ৷


2.PNB ATM থেকে টাকা তোলার নিয়মে বদল- পয়লা ডিসেম্বর থেকে পিএনবি ওয়ান টাইম পাসওয়ার্ড বেস্ড ক্যাশ উইথড্রয়েলের সুবিধা লাগু করতে চলেছে ৷ এদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত PNB 2.0 ATM থেকে ১০ হাজার টাকার বেশি ক্যাশ তুললে ওটিপি দিতে হবে ৷ অর্থাৎ রাতের বেলায় ১০০০০ টাকার বেশি তুলতে গেলে পিএনবি গ্রাহকদের ক্ষেত্রে ওটিপি দেওয়া বাধ্যতামূলক ৷ তাই এবার থেকে টাকা তুলতে যাওয়ার সময় অবশ্যই মোবাইল নিয়ে যাবেন ৷


3. প্রিমিয়ামে করতে পারবেন বদল- এবার থেকে ৫ বছরের পলিসি হোল্ডাররা প্রিমিয়ামের টাকা ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন ৷


4. ১ ডিসেম্বর থেকে একাধিক নতুন ট্রেন চালানো হবে - ইন্ডিয়ান রেলওয়ে ১ ডিসেম্বর থেকে একাধিক নতুন চালাতে শুরু করবে ৷ করোনা সঙ্কটের পর রেল লাগাতার একাধিক স্পেশ্যান ট্রেন চালু করেছে ৷ এবার ১ ডিসেম্বর থেকে বেশি কিছু ট্রেন চালু করা হবে ৷