Rules Changing: LPG সিলিন্ডার থেকে Credit Card, ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে ‘এই’ ৫ নিয়ম, না জানলে পস্তাতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Rules Changing: বদলাতে চলেছে একাধিক বড় নিয়ম । এর সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে।
advertisement
advertisement
গুগল ম্যাপে পরিষেবা চার্জ: ভারতে গুগল ম্যাপ ব্যবহারের নিয়মে বড়সড় পরিবর্তন নিয়ে আসছে সংস্থা। ইউজার টানতে পরিষেবা চার্জ ৭০ শতাংশ পর্যন্ত কমামোর ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিল এবার থেকে ডলারের বদলে রুপিতে হবে। নিয়মিত ইউজারদের কোনও নতুন চার্জ দিতে হবে না। তাই দৈনন্দিন ব্যবহারে কোনও প্রভাব পড়বে না বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নিয়ম বদল: অগাস্ট মাস থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদল করছে এইচডিএফসি ব্যাঙ্ক। যে গ্রাহকরা CRED, Cheq, MobiKwik, Freecharge-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিল শোধ করেন তাঁদের এখন থেকে ১ শতাংশ লেনদেন ফি দিতে হবে। প্রতি লেনদেনে ৩ হাজার টাকা ক্যাপ রাখা হয়েছে। ১৫ হাজার টাকার নীচে জ্বালানি কেনায় আগের মতো কোনও চার্জ দিতে হবে না। তবে এই সীমার উপরে লেনদেন করলে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে। এর সঙ্গে ৩ হাজার টাকার ক্যাপ তো থাকছেই।
advertisement
ইউটিলিটি পেমেন্ট: ১ অগাস্ট থেকে ৫০ হাজার টাকার উপর ইউটিলিটি পেমেন্ট ১ শতাংশ হারে চার্জ কাটবে এইচডিএফসি ব্যাঙ্ক। সর্বোচ্চ চার্জ ৩ হাজার টাকা। তবে বিমা বা স্কুল, কলেজের টাকা মেটানোর ক্ষেত্রে এই চার্জ লাগু হবে না। বিলম্বিত অর্থপ্রদান এবং সহজ ইএমআই চার্জের জন্যও ফি বৃদ্ধি করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।