Alert: ‘এখান’ থেকে পাওয়া ফোন নম্বর বা ঠিকানা বিশ্বাস করবেন না, গ্রাহকদের সতর্ক করল PNB
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Alert: ব্যাঙ্কের নাম এবং ব্র্যান্ড ব্যবহার করে জাল পণ্যের প্রচার করছে। প্রতারিত হচ্ছেন গ্রাহকরা।
advertisement
advertisement
ওয়েবসাইটেও একটি বিবৃতি জারি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেখানে লেখা হয়েছে, “জনসাধারণকে জানানো হচ্ছে যে জীবন বিমা বা অন্য কোনও পণ্যের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের টেলিমার্কেটিং কল বা এসএমএস করে না”। গ্রাহকদের সতর্ক করে আরও বলা হয়েছে, নন-প্যারেন্ট শাখা, নন-বেস শাখা বা বেস শাখা ছাড়া অন্য শাখাগুলিতে নগদ লেনদেনে ৫ লাখ টাকার বেশি চেকে নেওয়া হয় না।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যে অ্যাকাউন্টগুলির সঙ্গে গ্রাহকের মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে এবং এসএমএস অ্যালার্ট পাঠানোর জন্য সেট আপ করা হয়েছে, তাঁরা বেস শাখ ছাড়া ব্যাঙ্কের অন্যান্য শাখায় নগদ অর্থ প্রদান করতে পারবেন। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে দৈনিক নগদ জমার সীমা ৫০ হাজার টাকা। কারেন্ট অ্যাকাউন্টে ১ লাখ।
advertisement
advertisement
advertisement







