স্বামী-স্ত্রী একসঙ্গে আর্থিক সিদ্ধান্ত নিতে গিয়ে ঝগড়া! এই ৪ নিয়ম মেনে চলুন, সংসারে শান্তি, টাকা দুই থাকবে!

Last Updated:
স্বামী-স্ত্রী যৌথভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে না পারলে সংসার টিকবে কেমন করে? এই ৪ নিয়ম মেনে চললেই কাজটা সহজ হয়ে যাবে।
1/8
কর্তা চান, শহরের ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে। ওটা বরং বিক্রি করে দেওয়া হোক। কিন্তু গিন্নি নারাজ। তাঁর মতে, ফ্ল্যাট অ্যাসেট। সেটা বিক্রি করা মানে সম্পদ নষ্ট। কর্তার তাড়াতাড়ি অবসর নেওয়ার ইচ্ছে। যা সঞ্চয় রয়েছে তাই দিয়ে সুন্দর জীবন কাটানোর স্বপ্ন দেখেন তিনি। কিন্তু গিন্নি বলছেন, যা আছে তা মোটেই যথেষ্ট নয়।
কর্তা চান, শহরের ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে। ওটা বরং বিক্রি করে দেওয়া হোক। কিন্তু গিন্নি নারাজ। তাঁর মতে, ফ্ল্যাট অ্যাসেট। সেটা বিক্রি করা মানে সম্পদ নষ্ট। কর্তার তাড়াতাড়ি অবসর নেওয়ার ইচ্ছে। যা সঞ্চয় রয়েছে তাই দিয়ে সুন্দর জীবন কাটানোর স্বপ্ন দেখেন তিনি। কিন্তু গিন্নি বলছেন, যা আছে তা মোটেই যথেষ্ট নয়।
advertisement
2/8
বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। আর্থিক লক্ষ্যের সঙ্গে জড়িত কোনও সিদ্ধান্তেই একমত হতে পারেন না অধিকাংশ স্বামী-স্ত্রী-ই। মনের মধ্যে একটা সংশয়, দোলাচল কাজ করে। আসলে লক্ষ্য, আকাঙ্ক্ষা, ঝুঁকি, ব্যয়, বিনিয়োগের অভ্যাস মানুষ ভেদে আলাদা। তাই এমন দ্বিমত পোষণ।
বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। আর্থিক লক্ষ্যের সঙ্গে জড়িত কোনও সিদ্ধান্তেই একমত হতে পারেন না অধিকাংশ স্বামী-স্ত্রী-ই। মনের মধ্যে একটা সংশয়, দোলাচল কাজ করে। আসলে লক্ষ্য, আকাঙ্ক্ষা, ঝুঁকি, ব্যয়, বিনিয়োগের অভ্যাস মানুষ ভেদে আলাদা। তাই এমন দ্বিমত পোষণ।
advertisement
3/8
কিন্তু স্বামী-স্ত্রী যৌথভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে না পারলে সংসার টিকবে কেমন করে? এই ৪ নিয়ম মেনে চললেই কাজটা সহজ হয়ে যাবে।
কিন্তু স্বামী-স্ত্রী যৌথভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে না পারলে সংসার টিকবে কেমন করে? এই ৪ নিয়ম মেনে চললেই কাজটা সহজ হয়ে যাবে।
advertisement
4/8
প্রথম: টাইমলাইন নির্ধারণ করতে হবে। সব জিনিসের জন্য সময় প্রয়োজন। ধরা যাক, স্ত্রী বাচ্চার দেখভালের জন্য চাকরি ছাড়তে চান। সেক্ষেত্রে আলোচনা করে কতদিনের বিরতি, সেটা ঠিক করা উচিত।
প্রথম: টাইমলাইন নির্ধারণ করতে হবে। সব জিনিসের জন্য সময় প্রয়োজন। ধরা যাক, স্ত্রী বাচ্চার দেখভালের জন্য চাকরি ছাড়তে চান। সেক্ষেত্রে আলোচনা করে কতদিনের বিরতি, সেটা ঠিক করা উচিত।
advertisement
5/8
আবার ধরা যাক, স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ চাকরির জন্য বিদেশ যেতে চান। বা ভিন রাজ্যে। সেক্ষেত্রে দেশে ফেরার টাইমলাইন বা আদৌ ফিরতে চান কি না সে সব আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।
আবার ধরা যাক, স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ চাকরির জন্য বিদেশ যেতে চান। বা ভিন রাজ্যে। সেক্ষেত্রে দেশে ফেরার টাইমলাইন বা আদৌ ফিরতে চান কি না সে সব আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।
advertisement
6/8
দ্বিতীয়: ব্যাকআপ প্ল্যান জরুরি। বিমা পলিসি, বিনিয়োগ বা সন্তানের উচ্চ শিক্ষার জন্য সঞ্চয়ের মতো বিষয়গুলিতে স্বামী-স্ত্রী ঐকমত্যে নাও পৌঁছতে পারেন। কিংবা বিনিয়োগে আশানুরূপ রিটার্ন নাও মিলতে পারে। সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান কাজে দেবে। যেভাবেই হোক সম্পদ তৈরির দ্বিতীয় রাস্তা বের করাটা প্রয়োজন।
দ্বিতীয়: ব্যাকআপ প্ল্যান জরুরি। বিমা পলিসি, বিনিয়োগ বা সন্তানের উচ্চ শিক্ষার জন্য সঞ্চয়ের মতো বিষয়গুলিতে স্বামী-স্ত্রী ঐকমত্যে নাও পৌঁছতে পারেন। কিংবা বিনিয়োগে আশানুরূপ রিটার্ন নাও মিলতে পারে। সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান কাজে দেবে। যেভাবেই হোক সম্পদ তৈরির দ্বিতীয় রাস্তা বের করাটা প্রয়োজন।
advertisement
7/8
তৃতীয়: একমত হওয়া কঠিন এমন সিদ্ধান্তের ক্ষেত্রে পারস্পরিক সম্মতির সীমা নির্ধারণ করা প্রয়োজন। কোনও খরচ হলেই সেই নিয়ে প্রশ্ন করার দরকার নেই। ছুটির দিনে পার্টি কিংবা ঘরোয়া খরচ থেকে গাড়ির ইএমআই, বাজেট ঠিক করা থাকলে বাকিটা অন্যজনের উপর ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়।
তৃতীয়: একমত হওয়া কঠিন এমন সিদ্ধান্তের ক্ষেত্রে পারস্পরিক সম্মতির সীমা নির্ধারণ করা প্রয়োজন। কোনও খরচ হলেই সেই নিয়ে প্রশ্ন করার দরকার নেই। ছুটির দিনে পার্টি কিংবা ঘরোয়া খরচ থেকে গাড়ির ইএমআই, বাজেট ঠিক করা থাকলে বাকিটা অন্যজনের উপর ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়।
advertisement
8/8
চতুর্থ: কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে গোপনীয়তা প্রয়োজন। সেটা স্বামী হোক বা স্ত্রী, স্বাধীনভাবে নিতে চান। তাই কিছু ক্ষেত্রে সম্মতি চাওয়ার তো বটেই, জানানোরও দরকার নেই। তবেই পরিবারের শান্তি বজায় থাকবে।
চতুর্থ: কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে গোপনীয়তা প্রয়োজন। সেটা স্বামী হোক বা স্ত্রী, স্বাধীনভাবে নিতে চান। তাই কিছু ক্ষেত্রে সম্মতি চাওয়ার তো বটেই, জানানোরও দরকার নেই। তবেই পরিবারের শান্তি বজায় থাকবে।
advertisement
advertisement
advertisement