বিলের ডিজিটাল পেমেন্ট করলে মিলবে বাম্পার ছাড়, ১ এপ্রিল থেকে চালু হবে নতুন স্কিম....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জিএসটি বিল ডিজিটাল পেমেন্ট অথার্ৎ UPI, BHIM, RuPay কার্ডের মাধ্যমে দেওয়া হলে উপভোক্তাদের ক্যাশব্যাক বা ডিসকাউন্ট মিলবে ৷
জিএসটি বিল ডিজিটাল পেমেন্ট মোডে দিলে মিববে বিশেষ ছাড় ৷ নতুন এই প্রক্রিয়া শুরু করা হতে পারে পয়লা এপ্রিল থেকে ৷ নতুন স্কিম অনুযায়ী, উপভোক্তারা পেয়ে যাবেন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ৷ ইউপিআই, ভীম, রুপে কার্ড থেকে পেমেন্ট করলে মিলবে এই ছাড় ৷ সরকার গ্রাহকদের হাতে হাতে ডিসকাউন্ট দেওয়ার জন্য সিস্টেম তৈরির জন্য স্টার্ট আপ FinTech Companies এর জন্য চ্যালেঞ্জ লঞ্চ করেছে ৷ এই সিস্টেম তৈরি করার জন্য FinTech Companies কে ৩ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে ৷
advertisement
advertisement
advertisement