Price Hike In Consumer Goods: চা থেকে নুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ফের বাড়ছে ? মাথায় হাত মধ্যবিত্তের !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Price Hike In Consumer Goods: এইচইউএল, মারিকো, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং ডাবর তাদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে।
advertisement
এইচইউএল, মারিকো, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং ডাবর তাদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে। টাটা কনজিউমার প্রোডাক্টের এমডি এবং সিইও সুনীল ডিসুজা বলেছেন, “প্রতিকূল আবহাওয়ার কারণে চা এবং নুন উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতির কারণে কাঁচামালের খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে ধাপে ধাপে দাম বাড়ানো হয়েছে। আগামী দিনে দাম আরও বাড়বে।”
advertisement
advertisement
কোম্পানিগুলি চা, নুন, তেল, সাবান, বিস্কুটের মতো পণ্যের দাম বাড়ালে গুণমানও বাড়াবে। এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ গ্রাহক চাহিদায় কাটছাঁট করছেন। একেবারে তৃণমূল স্তরেই সমস্যায় পড়েছে কোম্পানিগুলি। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে শহরাঞ্চলের মানুষ খরচ কমিয়েছেন অনেকটাই। গ্রামেও একই অবস্থা। শহরের ঘাটতি গ্রাম থেকে পূরণ হচ্ছে না।
advertisement
advertisement
মূল্যবৃদ্ধির যাঁতাকলে নাভিশ্বাস উঠছে শহরের নিম্ন মধ্যবিত্তদের। বিনামূল্যে রেশনের মতো সরকারি স্কিমে তাঁরা কিছুটা সুরাহা পাচ্ছেন বটে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না। এমনটাই বলছেন মারিকো-এর এমডি এবং সিইও সৌগত গুপ্ত। তিনি বলছেন, “ইনপুট খরচ বাড়ার কারণে নতুন দাম ঠিক করতে হবে।” ২০২৫ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে আরও মূল্যবৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
advertisement
তেলে আমদানি শুল্ক বৃদ্ধির কারণে পাম তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের এমডি এবং সিইও সুধীর সীতাপতি। লাভের মার্জিন পুনরুদ্ধারে আগামী কয়েকটি কোয়ার্টারে দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে এহেন মূল্যস্ফীতি “চিন্তার বিষয়” বলে মন্তব্য করেছেন ডাবর ইন্ডিয়ার সিইও মোহিত মালহোত্রা। তিনি বলছেন, “আর শখের জন্য নয়, এখন জরুরী খরচে ব্যয় বাড়ছে।” ডাবর দ্বিতীয় ত্রৈমাসিকে ১.৩ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে বলে জানিয়েছেন তিনি।