Fixed Deposit Interest Rate: দীপাবলিতে Fixed Deposit-এ বিনিয়োগের কথা ভাবছেন? এই ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি হারে সুদ দিচ্ছে, দেখে নিন তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fixed Deposit Interest Rate: এখানে দেশের সেরা ব্যাঙ্কগুলির বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটের সুদের হারের তালিকা দেওয়া হল।
দীপাবলির সময় বিনিয়োগ করা শুভ, এমনটা বিশ্বাস করেন অনেকেই। ইদানীং ফিক্সড ডিপোজিটে চড়া হারে সুদ মিলছে। তাছাড়া ইক্যুইটি মার্কেট কিছুটা নিম্নমুখী। নিফটি ৫০ সর্বোচ্চ অবস্থান থেকে ৮ শতাংশ নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিটই আদর্শ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
বাজারে অনিশ্চয়তা বাড়ছে। ওঠাপড়ার হার অত্যন্ত বেশি হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন। তাই এখানে দেশের সেরা ব্যাঙ্কগুলির বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটের সুদের হারের তালিকা দেওয়া হল। কিছু ব্যাঙ্ক ২ থেকে ৩ বছর মেয়াদি এফডিতে উচ্চ সুদ দিচ্ছে, আবার কিছু ব্যাঙ্ক দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটে।
advertisement
দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৪ বছর ৭ মাস বা ৫৫ মাস মেয়াদি এফডিতে সাধারণ গ্রাহকরা ৭.৪০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেওয়া হচ্ছে। চলতি বছরের ২৪ জুলাই এই সুদের হার ঘোষণা করা হয়েছিল।
advertisement
স্বল্প মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ১৫ থেকে ১৮ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাচ্ছেন। চলতি বছরের ১৪ জুন ঘোষিত সুদের হার অনুযায়ী, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৭.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীন নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৯ শতাংশ। এর মেয়াদ ৩৯০ থেকে ৩৯১ দিন।
advertisement
ফেডারেল ব্যাঙ্ক ৭৭৭ দিন এবং ৫০ মাস, দুটি মেয়াদে সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ৭.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই মেয়াদে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭.৯ শতাংশ হারে। এই হার ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
advertisement
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২ থেকে ৩ বছর মেয়াদে সাধারণ গ্রাহকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ। ১৫ জুন থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। এদিকে, ব্যাঙ্ক অফ বরোদা ২ থেকে ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের ৭.৬৫ শতাংশ হারে। ১৪ অক্টোবর থেকে এই সুদের হার কার্যকর হয়েছে।
advertisement