আয়কর নিয়ম (Income Tax Act 1961) অনুযায়ী, সমস্ত কর্মচারীদের জন্য প্যান নম্বর সংস্থাকে দেওয়া অত্যন্ত জরুরি ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনও কর্মচারীর আয় ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে তাহলে টিডিএস কাটা সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে ৷ এর জন্য সংস্থার কাছে কর্মীর প্যান নম্বর ও আধার নম্বর থাকা বাধ্যতামূলক ৷
প্যান কার্ড সংক্রান্ত ৫টি নিয়ম-
আপনার আয় ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়ে তাহলে আপনাকে প্যান ও আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ কারণ ইনকাম ট্যাক্সের 206AA অনুযায়ী সংস্থার কাছে টিডিএস কাটার অপশন রয়েছে ৷ আর্থিক বছর ২০১৯-২০ এর জন্য যদি কোনও ব্যক্তির বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে তাকে কোনও ট্যাক্স দিতে হবে না ৷