Dhanteras 2021: ধনতেরসের দিন সোনা কিনছেন? অবশ্যই এই ৫টি বিষয় খেয়াল রাখুন....

Last Updated:
আপনিও যদি ধনতেরসে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে ৷
1/7
মঙ্গলবার অর্থাৎ আজ ধনতেরস ৷ ধনতেরসের অর্থ ধন ও সমৃদ্ধি ৷ কথিত আছে, এই দিনে ধনদেবতার পুজো করার পাশাপাশি সোনা-রূপার মতো ধাতু কিনে ঘরে আনলে সংসারে সমৃদ্ধি হয়। অনেকে ধনদেবতার পাশাপাশি এর ২ দিন পর লক্ষ্মী পুজোও করে থাকেন। প্রত্যেক বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয় ৷
মঙ্গলবার অর্থাৎ আজ ধনতেরস ৷ ধনতেরসের অর্থ ধন ও সমৃদ্ধি ৷ কথিত আছে, এই দিনে ধনদেবতার পুজো করার পাশাপাশি সোনা-রূপার মতো ধাতু কিনে ঘরে আনলে সংসারে সমৃদ্ধি হয়। অনেকে ধনদেবতার পাশাপাশি এর ২ দিন পর লক্ষ্মী পুজোও করে থাকেন। প্রত্যেক বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয় ৷
advertisement
2/7
প্রতি বছরই সোনা ও রুপোর চাহিদা বাড়তে থাকে ৷ এই দিন সোনা রুপো কিনে থাকেন বিপুল সংখ্যক মানুষ ৷ এছাড়া দোকানগুলির তরফেও আকর্ষণীয় অফার দেওয়া হয় গ্রাহক টানতে ৷ আপনিও যদি ধনতেরসে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে ৷
প্রতি বছরই সোনা ও রুপোর চাহিদা বাড়তে থাকে ৷ এই দিন সোনা রুপো কিনে থাকেন বিপুল সংখ্যক মানুষ ৷ এছাড়া দোকানগুলির তরফেও আকর্ষণীয় অফার দেওয়া হয় গ্রাহক টানতে ৷ আপনিও যদি ধনতেরসে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে ৷
advertisement
3/7
১. সোনার দাম-   সোনার শুদ্ধতার উপর নির্ভর করে সোনার দাম ৷ ২৪ ক্যারেট সোনা সবচেয়ে শুদ্ধ, ফলে এর দাম বেশি ৷ সোনা কেনার সময় অবশ্যই সেই দিন সোনার দাম কত সেটা জানা দরকার ৷ বাজার দরের উপর নির্ভর করে সোনার দাম প্রতিদিন বদলাতে থাকে ৷
১. সোনার দাম- সোনার শুদ্ধতার উপর নির্ভর করে সোনার দাম ৷ ২৪ ক্যারেট সোনা সবচেয়ে শুদ্ধ, ফলে এর দাম বেশি ৷ সোনা কেনার সময় অবশ্যই সেই দিন সোনার দাম কত সেটা জানা দরকার ৷ বাজার দরের উপর নির্ভর করে সোনার দাম প্রতিদিন বদলাতে থাকে ৷
advertisement
4/7
২. সব সময় হলমার্ক দেওয়া গয়না কিনবেন  হলমার্ক সোনার শুদ্ধতার গ্যারান্টি দিয়ে থাকে ৷ সেই জন্য সব সময় হলমার্ক দেওয়া সোনা কিনবেন ৷ সোনার শুদ্ধতা প্রমান করার প্রক্রিয়াকে হলমার্কিং বলা হয়ে থাকে ৷
২. সব সময় হলমার্ক দেওয়া গয়না কিনবেন হলমার্ক সোনার শুদ্ধতার গ্যারান্টি দিয়ে থাকে ৷ সেই জন্য সব সময় হলমার্ক দেওয়া সোনা কিনবেন ৷ সোনার শুদ্ধতা প্রমান করার প্রক্রিয়াকে হলমার্কিং বলা হয়ে থাকে ৷
advertisement
5/7
৩. সোনার শুদ্ধা জেনে নিন  সোনার শুদ্ধতা ক্যারেটে দেখা হয় ৷ ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ শুদ্ধ ৷ ২২ ক্যারেট সোনা ৯২ শতাংশ শুদ্ধ ৷ সোনা কেনার সময় সব সময় শুদ্ধতা যাচাই করে নিন এবং সেই অনুযায়ী দাম হিসেব করে নিন ৷
৩. সোনার শুদ্ধা জেনে নিন সোনার শুদ্ধতা ক্যারেটে দেখা হয় ৷ ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ শুদ্ধ ৷ ২২ ক্যারেট সোনা ৯২ শতাংশ শুদ্ধ ৷ সোনা কেনার সময় সব সময় শুদ্ধতা যাচাই করে নিন এবং সেই অনুযায়ী দাম হিসেব করে নিন ৷
advertisement
6/7
৪. মেকিং চার্জ জেনে নিন  সোনার গয়নার ডিজাইনের উপর মেকিং চার্জ ঠিক করা হয় ৷ সেই কারণে মেশিনে তৈরি সোনার দাম সামান্য কম হয় ৷ ধনতেরসের সময় মেকিং চার্জে অনেক দোকানই ছাড় দিয়ে থাকে ৷ তাই সোনার কেনার সময় অবশ্যই দোকানের মেকিং চার্জ এবং তার উপরে কী ছাড় এবং অফার রয়েছে জেনে নিন ৷
৪. মেকিং চার্জ জেনে নিন সোনার গয়নার ডিজাইনের উপর মেকিং চার্জ ঠিক করা হয় ৷ সেই কারণে মেশিনে তৈরি সোনার দাম সামান্য কম হয় ৷ ধনতেরসের সময় মেকিং চার্জে অনেক দোকানই ছাড় দিয়ে থাকে ৷ তাই সোনার কেনার সময় অবশ্যই দোকানের মেকিং চার্জ এবং তার উপরে কী ছাড় এবং অফার রয়েছে জেনে নিন ৷
advertisement
7/7
৫. ওজন দেখে নিন  ভারতীয় বাজারে সোনার দাম সাধারনত ওজনের উপর নির্ভর করে ৷ সোনা কেনার সময় অবশ্যই সোনার ওজন দেখে নিন ৷
৫. ওজন দেখে নিন ভারতীয় বাজারে সোনার দাম সাধারনত ওজনের উপর নির্ভর করে ৷ সোনা কেনার সময় অবশ্যই সোনার ওজন দেখে নিন ৷
advertisement
advertisement
advertisement