

নতুন বছরের শুরুতেই ব্যাঙ্কের একাধিক নিয়ম বদলাতে চলেছে বলে জানানো হয়েছে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে ৷ নতুন বছরে হোম লোন যেমন সস্তা হতে চলেছে, তেমনি ফান্ড ট্রান্সফার করার নিয়মও বদলে গিয়েছে ৷ পাশাপাশি সেভিংস যোজনা সংক্রান্ত নিয়মে বদল হয়েছে ৷ দেখে নিন এক নজরে ব্যাঙ্কের কী কী নিয়মে বদল করা হয়েছে ৷


সস্তা হচ্ছে হোম লোন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ০.২৫ শতাংশ অথার্ৎ ২৫ বেসিস পয়েন্ট কমেছে ৷ এর জেরে পার্সোনাল বেঞ্চমার্ক বেসড রেট ৮.০৫ শতাংশ থেকে কমে বার্ষিক ৭.৮০ শতাংশ হয়ে গিয়েছে ৷


ফ্রি NEFTপয়লা জানুয়ারি অথার্ৎ আজ থেকে NEFT-এর মাধ্যমে লেনদেন করার ৭ক্ষেত্রে এবার থেকে আর কোনও চার্জ নেবে না ব্যাঙ্ক ৷ এবার থেকে 24x7 NEFT এর মাধ্যমে লেনদেন করতে পারবেন ৷ রুপে কার্ড ও UPI এর মাধ্যমে লেনদেন করার জন্য কোনও ধরনের মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ লাগবে না ৷


এটিএম থেকে ক্যাশ তোলার জন্য জরুরু ওটিপি-স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের এবার থেকে রাতে ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার টাকার বেশি ক্যাশ তোলার জন্য ওটিপি লাগবে ৷ তবে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে ওটিপি সিস্টেম কাজ করবে না ৷


সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মেও বদলেছে সরকার ৷ এবার থেকে ৬০ বছরের ব্যক্তি অবসরের পর এই স্কিমে ৫ বছরের জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ SCSS স্কিমে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ মিলবে ৷ তবে আগের অ্যাকাউন্টে নতুন নিয়ম লাগু করা হবে না ৷