Alert! ১০ দিনের মধ্যে ITR ফাইল না করলে দিতে হবে ডবল TDS
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নয়া নিয়ম অনুযায়ী, যাঁরা আইটিআর ফাইল করেনি তাঁদের ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (TCS) বেশি লাগবে ৷
advertisement
আর্থিক বছর ২০২০-২১-এর আইটিআর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ নয়া নিয়ম অনুযায়ী, যাঁরা আইটিআর ফাইল করেনি তাঁদের ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (TCS) বেশি লাগবে ৷ নয়া নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২১ থেকে TDS ও TCS রেট ১০-২০ শতাংশ হবে যা সাধারণত ৫-১০ শতাংশ হয় ৷
advertisement
advertisement
