Fixed Deposit Return Rate: FD পরিণত হবে ‘রিটার্ন মেশিন’-এ, এই ছোট্ট উপায়ে কোনও ঝুঁকি ছাড়াই হাতে আসবে টাকাই টাকা !

Last Updated:
Fixed Deposit Return Rate: আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই এফডি-তে বিনিয়োগকে ভরসাযোগ্য বলে বলে মনে করেন। কারণ এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে থাকে না কোনও ঝুঁকি।
1/6
আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগের ক্ষেত্রে বিকল্পের অভাব নেই। কিন্তু আজও বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও-য় এফডি-কে স্থান দিতে পছন্দ করেন। আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই এফডি-তে বিনিয়োগকে ভরসাযোগ্য বলে বলে মনে করেন। কারণ এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে থাকে না কোনও ঝুঁকি। ফলে বিনিয়োগকারীর বিনিয়োগ করা সম্পূর্ণ টাকাই নিরাপদে থাকে। কিন্তু বিনিয়োগকারীরা মনে করেন যে, ফিক্সড ডিপোজিট থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। কিন্তু এফডি-র ক্ষেত্রে বিনিয়োগের একটা দুর্দান্ত উপায় রয়েছে। যা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মুনাফা এনে দেবে। আর এর মাধ্যমে কয়েক বছরের মধ্যে বিনিয়োগকারী প্রচুর ফান্ড তৈরি করতে পারবেন।
আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগের ক্ষেত্রে বিকল্পের অভাব নেই। কিন্তু আজও বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও-য় এফডি-কে স্থান দিতে পছন্দ করেন। আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই এফডি-তে বিনিয়োগকে ভরসাযোগ্য বলে বলে মনে করেন। কারণ এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে থাকে না কোনও ঝুঁকি। ফলে বিনিয়োগকারীর বিনিয়োগ করা সম্পূর্ণ টাকাই নিরাপদে থাকে। কিন্তু বিনিয়োগকারীরা মনে করেন যে, ফিক্সড ডিপোজিট থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। কিন্তু এফডি-র ক্ষেত্রে বিনিয়োগের একটা দুর্দান্ত উপায় রয়েছে। যা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মুনাফা এনে দেবে। আর এর মাধ্যমে কয়েক বছরের মধ্যে বিনিয়োগকারী প্রচুর ফান্ড তৈরি করতে পারবেন।
advertisement
2/6
এফডি-র মাধ্যমে সম্পদ গঠন:১০ থেকে ১৫ বছরের মধ্যে এফডি-তে বিনিয়োগ করে প্রচুর টাকা আয় করার একটা উপায় অবশ্য রয়েছে। আর সেটা হল- এফডি ল্যাডারিং টেকনিক। এই কৌশলের মাধ্যমে একসঙ্গে পুরো টাকাটাই ফিক্সড করে দেওয়া হয় না, বরং বিভিন্ন মেয়াদের বেশ কয়েকটি এফডি তৈরি করে পুরো টাকাটা বিনিয়োগ করা হয়।
এফডি-র মাধ্যমে সম্পদ গঠন:১০ থেকে ১৫ বছরের মধ্যে এফডি-তে বিনিয়োগ করে প্রচুর টাকা আয় করার একটা উপায় অবশ্য রয়েছে। আর সেটা হল- এফডি ল্যাডারিং টেকনিক। এই কৌশলের মাধ্যমে একসঙ্গে পুরো টাকাটাই ফিক্সড করে দেওয়া হয় না, বরং বিভিন্ন মেয়াদের বেশ কয়েকটি এফডি তৈরি করে পুরো টাকাটা বিনিয়োগ করা হয়।
advertisement
3/6
এই কৌশল অবলম্বনের উপায়:এই কৌশলটা কীরকম, সেটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক, বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫ লক্ষ টাকা। আর তিনি এই ৫ লক্ষ টাকা দিয়ে এফডি করতে চাইছেন। এই পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা দিয়ে একটি এফডি করার পরিবর্তে ১ লক্ষ টাকা করে দিয়ে ৫টি এফডি বানিয়ে নিতে হবে। আর সেগুলিকে ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য ফিক্সড করে রেখে দিতে হবে।
এই কৌশল অবলম্বনের উপায়:এই কৌশলটা কীরকম, সেটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক, বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫ লক্ষ টাকা। আর তিনি এই ৫ লক্ষ টাকা দিয়ে এফডি করতে চাইছেন। এই পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা দিয়ে একটি এফডি করার পরিবর্তে ১ লক্ষ টাকা করে দিয়ে ৫টি এফডি বানিয়ে নিতে হবে। আর সেগুলিকে ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য ফিক্সড করে রেখে দিতে হবে।
advertisement
4/6
কীভাবে প্রচুর টাকা হাতে আসবে?ল্যাডারিং টেকনিকে বিনিয়োগ করা হলে প্রত্যেক বছর বিনিয়োগকারীর এফডি ম্যাচিওর করবে। ধরা যাক, বিনিয়োগকারী ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য টাকাটা ফিক্সড করে রাখছেন। ফলে তাঁর হাতে থাকবে ৫টি এফডি। প্রথম এফডি-র মেয়াদ পূরণ হবে ১ বছরে। এই এফডি-তে বিনিয়োগকারী যে সুদই পান না কেন, পরবর্তী ৫ বছরের জন্য আবার নির্ধারিত সুদ-সহ পুরো পরিমাণই তাঁর পাওনা। দ্বিতীয় বছরে দ্বিতীয় এফডি-টির মেয়াদ শেষ হবে। এই ভাবে বিনিয়োগকারীর এফডি-র পরপর প্রতিবছর মেয়াদপূর্তি হবে। আর প্রত্যেক বছর জমা করা টাকা থেকে মুনাফা লাভ করা সম্ভব।
কীভাবে প্রচুর টাকা হাতে আসবে?ল্যাডারিং টেকনিকে বিনিয়োগ করা হলে প্রত্যেক বছর বিনিয়োগকারীর এফডি ম্যাচিওর করবে। ধরা যাক, বিনিয়োগকারী ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য টাকাটা ফিক্সড করে রাখছেন। ফলে তাঁর হাতে থাকবে ৫টি এফডি। প্রথম এফডি-র মেয়াদ পূরণ হবে ১ বছরে। এই এফডি-তে বিনিয়োগকারী যে সুদই পান না কেন, পরবর্তী ৫ বছরের জন্য আবার নির্ধারিত সুদ-সহ পুরো পরিমাণই তাঁর পাওনা। দ্বিতীয় বছরে দ্বিতীয় এফডি-টির মেয়াদ শেষ হবে। এই ভাবে বিনিয়োগকারীর এফডি-র পরপর প্রতিবছর মেয়াদপূর্তি হবে। আর প্রত্যেক বছর জমা করা টাকা থেকে মুনাফা লাভ করা সম্ভব।
advertisement
5/6
মেয়াদপূর্তির পর কী করণীয়?এফডি-র মেয়াদ পূরণ হওয়ার পর আবারও পরবর্তী ৫ বছরের জন্য একে একে প্রত্যেকটি এফডি ফিক্সড করা যেতে পারে। এর ফলে প্রতি বছর সুদ এবং টাকার পরিমাণও বাড়তে থাকবে। আর এভাবে প্রচুর মুনাফা লাভ করতে পারবেন বিনিয়োগকারী।
মেয়াদপূর্তির পর কী করণীয়?এফডি-র মেয়াদ পূরণ হওয়ার পর আবারও পরবর্তী ৫ বছরের জন্য একে একে প্রত্যেকটি এফডি ফিক্সড করা যেতে পারে। এর ফলে প্রতি বছর সুদ এবং টাকার পরিমাণও বাড়তে থাকবে। আর এভাবে প্রচুর মুনাফা লাভ করতে পারবেন বিনিয়োগকারী।
advertisement
6/6
এই কৌশলে অবসরপ্রাপ্তদের আয় বৃদ্ধি?এই এফডি ল্যাডারিং টেকনিকের মাধ্যমে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষেরা আয় করতে পারেন। এর জন্য তাঁরা তাঁদের রিটায়ারমেন্টের সময় প্রাপ্ত টাকা একাধিক অফডি-র মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তির পর তাঁরা জমা করা টাকার সুদ নিজেদের প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন এবং আবারও এফডি-তে বিনিয়োগ করতে পারেন। এটা তাঁদের পর্যাপ্ত লিক্যুইডিটি প্রদান করবে। সেই সঙ্গে জমা করা অর্থ নিরাপদেও থাকবে।
এই কৌশলে অবসরপ্রাপ্তদের আয় বৃদ্ধি?এই এফডি ল্যাডারিং টেকনিকের মাধ্যমে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষেরা আয় করতে পারেন। এর জন্য তাঁরা তাঁদের রিটায়ারমেন্টের সময় প্রাপ্ত টাকা একাধিক অফডি-র মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তির পর তাঁরা জমা করা টাকার সুদ নিজেদের প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন এবং আবারও এফডি-তে বিনিয়োগ করতে পারেন। এটা তাঁদের পর্যাপ্ত লিক্যুইডিটি প্রদান করবে। সেই সঙ্গে জমা করা অর্থ নিরাপদেও থাকবে।
advertisement
advertisement
advertisement