Fall in Gold Price: ধনতেরসের আগে সোনা কিনতে গিয়ে মাথায় হাত, চিন্তা নেই, বছরের শেষদিকে সোনার দাম কমবে !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fall in Gold Price: ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই বছর সোনা থেকে প্রায় ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
হ্যাঁ, দীপাবলি পর্যন্ত সোনার দাম বাড়তে পারে। তবে তারপর অর্থাৎ বছরের শেষ দিকে সোনার দামে কিছুটা লাগাম পড়তে পারে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা। চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল ২,০৫৮ ডলার। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২,৭৪০ ডলার। এক আউন্স মানে প্রায় ২৮ গ্রাম। ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই বছর সোনা থেকে প্রায় ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সোনার দামে কিছু পরিবর্তনও হতে পারে। চলতি বছরের শেষ দিকে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে একটা ব্যাপারে নিশ্চিত থাকা যায়, দীর্ঘমেয়াদে সোনা ভাল রিটার্ন দেবে। যাঁরা ইতিমধ্যেই সোনাতে বিনিয়োগ করেছেন, তাঁদের ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ মনে করা হচ্ছে, সোনার দাম আরও বাড়বে।
advertisement
