Fact Check: এবার থেকে UPI-তে ২০০০ টাকার লেনদেনের উপর গুনতে হবে GST? আসল সত্যিটা কী?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Fact Check: এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল জল্পনা শুরু হয়। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অবশেষে মুখ খুলেছে কেন্দ্র। এই খবরকে নস্যাৎ করে দিল তারা।
বেশ কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ছে। যেখানে বলা হচ্ছে যে, UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনের উপর জিএসটি ধার্য করা হবে। অর্থাৎ বাড়তি খরচ গুনতে হবে লেনদেনকারীকে। এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল জল্পনা শুরু হয়। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অবশেষে মুখ খুলেছে কেন্দ্র। এই খবরকে নস্যাৎ করে দিল তারা।
advertisement
শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সাফ বলা হয়েছে যে, দুহাজার টাকার বেশি UPI (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) লেনদেনের উপর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস (জিএসটি) ধার্য করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে যে দাবি তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। শুধু তা-ই নয়, এই দাবি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীনও বটে! সরকারের কাছে এমন কোনও প্রস্তাব আসেনি।
advertisement
এমনিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট-র (এমডিআর) মতো ক্ষেত্রে জিএসটি চাপানো হয়ে থাকে। কিন্তু ২০২০ সালের জানুয়ারি মাস থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিডিটি)-এর তরফে পার্সন-টু-মার্চেন্ট ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সেই মার্চেন্ট ডিসকাউন্ট রেট তুলে নেওয়া হয়েছিল।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হবে। এর জন্য আবেদনকারীদের থেকে যাতে অপ্রয়োজনীয় ভাবে কোনও নথিপত্র না চাওয়া হয়, সেই বিষয়ে আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে। সাত দিনের ওয়ার্কিং ডে-র মধ্যে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনের আবেদন মঞ্জুর করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছে কেন্দ্র। আসলে
এ নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ার পরেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ এসেছে। বারবার অভিযোগ উঠছিল যে, জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কালে আবেদনকারীদের বারংবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনকী তাঁদের কাছ থেকে বাড়তি নথিপত্র চাওয়া হচ্ছে বলেও উঠছিল অভিযোগ। পরিস্থিতি পর্যালোচনা করেই সিবিডিটি-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এ নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ার পরেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ এসেছে। বারবার অভিযোগ উঠছিল যে, জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কালে আবেদনকারীদের বারংবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনকী তাঁদের কাছ থেকে বাড়তি নথিপত্র চাওয়া হচ্ছে বলেও উঠছিল অভিযোগ। পরিস্থিতি পর্যালোচনা করেই সিবিডিটি-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
এদিকে অর্থ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন যে, আবেদনপত্রে যে সমস্ত নথির কথা বলা হয়েছে, শুধুমাত্র সেগুলিই যাতে চাওয়া হয়, তার
জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকায় উল্লিখিত নয়, এমন নথি চাওয়া হলে কিংবা অতিরিক্ত কোনও নথির প্রয়োজন পড়লে ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অনুমতি নিতে হবে। এ নিয়েই নির্দেশিকা জারি করেছে খোদ অর্থ মন্ত্রকই।
জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকায় উল্লিখিত নয়, এমন নথি চাওয়া হলে কিংবা অতিরিক্ত কোনও নথির প্রয়োজন পড়লে ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অনুমতি নিতে হবে। এ নিয়েই নির্দেশিকা জারি করেছে খোদ অর্থ মন্ত্রকই।