Home » Photo » business » EPS Pension: অপেক্ষার দিন শেষ, পেনশনভোগীদের বিরাট খবর! ঝট করে অ্যাকাউন্টে আসবে টাকাও
EPS Pension: অপেক্ষার দিন শেষ, পেনশনভোগীদের বিরাট খবর! ঝট করে অ্যাকাউন্টে আসবে টাকাও
EPS Pension|EPFO|Pension Scheme|PF Pension|Provident Fund Pensions|Pension Department of India|Reserve Bank of India|Naredra Modi Government|Modi Government on Pension|Business: ইপিএফওর বিরাট সিদ্ধান্ত, এবার থেকে মাসের শেষদিনেই পাবেন পেনশন ৷
ইপিএস ৯৫ (EPS-95) পেনশনভোগীদের জন বিরাট খবর ৷ এবার পেনশনের জন্য আর অপেক্ষা নয় ৷ মাসের শেষ কাজের দিনেই পাবেন পেনশন ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
মাসের শেষ দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন চলে যাবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
লাগাতার পেনশনার্সদের অভিযোগের ভিত্তিতেই ইপিএফও এই সিদ্ধান্ত নিয়েছে ৷ দেরি করে পেনশন পেলে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
লম্বা অপেক্ষাও করতে হচ্ছে ৷ এই ধরনের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছেন ইপিএফ কর্তারা ৷ এই সমস্ত দেখতে গিয়ে সার্কুলার জারি করেচে ইপিএফ ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
সূত্রের খবর এবার এমন নিয়ম করেছে যাতে পেনশন ভোগীরা শুধুমাত্র মার্চ মাস বাদ দিয়ে প্রতিটি মাসেই শেষ ব্যাঙ্কিং ডেতে পেনশন পেয়ে যাবেন ৷ অর্থাৎ এই সূত্রেই বলা যায় যে এবার থেকে আর লম্বা সময় অপেক্ষা করতে হবেনা পেনশনের জন্য ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
পেনশনভোগীদের (EPS Pensioners) অ্যাকাউন্টে মাসের শেষদিন (Last Working Day) পেনশনের টাকা ট্রান্সফার করা হবে ৷ এখনও পর্যন্ত মাসের প্রথম দিকে অ্যাকাউন্টে পেনশনের টাকা দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
অন্য কোনও কারণে অনেক সময়েই দেখতে পাওয়া গিয়েছে পেনশনের টাকা অ্যাকাউন্টে যেতে অত্যন্ত সময় লাগে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
এরপরেই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ প্রতিটি ব্যাঙ্কে গিয়েছে শুধুমাত্র মার্চ মাস বাদ প্রতিটি প্রতিটি পেনশনভোগীর অ্যাকাউন্টে পেনশনের টাকা মাসের শেষ কাজের দিনের মধ্যেই পাঠাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
ইপিএফওর পক্ষ থেকে জানানো হয়েছে অনেক অভিযোগ পেয়েই নিধার্তি করা হয়েছে ৷ যাতে যেদিন পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কথা ঠিক তার ২ দিন আগে নিশ্চিত করতে হবে যাতে পেনশনভোগীদের টাকা নির্দিষ্ট ব্যাঙ্কে পৌঁছে যায় ৷ প্রতীকী ছবি ৷