৭৫০০ টাকার পেনশন নাও পাওয়া যেতে পারে, যদি এই ভুল কাজ করেন, EPFO নিয়ম নিয়ে এখনই সজাগ হওয়া দরকার
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Pension: ন্যূনতম পেনশন বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে কর্মচারীদের একটি সংগঠন।
৭৫০০ টাকার পেনশন নাও পাওয়া যেতে পারে, যদি এই ভুল কাজ করা হয়। একটি টাকাও পাওয়া যাবে না। কথা হচ্ছে EPFO নিয়ম নিয়ে।কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন -EPFO-এর তরফে কর্মীদের জন্য ফান্ডের টাকা তোলা থেকে শুরু করে সুদ বাড়ানোর ক্ষেত্রে সময়ে সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই মধ্যে আশা করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে পাওয়া পেনশনের পরিমাণ বাড়াতে পারে।
advertisement
ন্যূনতম পেনশনের লিমিট -ন্যূনতম পেনশন বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে কর্মচারীদের একটি সংগঠন। কর্মচারীদের সংগঠন পেনশন বাড়িয়ে প্রতি মাসে ৭৫০০ টাকা করার দাবি জানিয়েছে।পেনশনের ক্ষেত্রে সিদ্ধান্ত -কিন্তু, সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।তবে হ্যাঁ, সরকার কর্মচারীদের পেনশন বাড়ালেও এই ভুল করলে পেনশন পাওয়া যাবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
- এরপর 'Proceed For Online Claim' অপশনে ক্লিক করতে হবে এবং টাকা তোলার অপশন বেছে নিতে হবে।- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং প্রয়োজনে জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে।- এরপর সেই ফর্ম সাবমিট করতে হবে। পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা বের হওয়ার পরে ১০ থেকে ২০ দিনের মধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।