পেনশনভোক্তাদের জন্য বড় ধাক্কা ৷ শীঘ্রই কমতা পারে পিএফ-এর সুদের হার ৷ সূত্রের খবর, এই আর্থিক বছরে সুদের হারে ১৫ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হতে পারে ৷ এরকম হলে পিএফ অ্যাকাউন্টে চাকুরিজীবীদের জমানো মোটা টাকায় এবার থেকে মিলবে কম রির্টান ৷
2/ 4
সাধারণত চাকুরিজীবীদের তাদের বেতন একটি অংশ নিয়মিত ইপিএফও অ্যাকাউন্টে জমা করে হয় ৷ এই অ্যাকাউন্টে জমানো টাকায় বছরে তারা সুদও পায় ৷
3/ 4
তবে সূত্রের খবর সত্যি হলে ৩১ মার্চ ২০২০ মে আর্থিক বছর শেষ হওয়ার আগেই লাগতে চলেছে বড় ধাক্কা ৷ ২০১৮-১৯ আর্থিক বছরে ৮.৬৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছিল ৷
4/ 4
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের অর্থনৈতিক অবস্থা দেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের তরফে ৷ অনুমান করা হচ্ছে এই মাসের শেষে ইপিএফও-র তরফে সামনের আর্থিক বছরের সুদের হার নিয়ে সিদ্ধান্ত জানান হবে ৷